সাতবাঁক ইউনিয়ন
সিলেট জেলার কানাইঘাট উপজেলার একটি ইউনিয়ন
সাতবাঁক ইউনিয়ন বাংলাদেশের সিলেট জেলার অন্তর্গত কানাইঘাট উপজেলার একটি ইউনিয়ন।[১]
সাতবাঁক | |
---|---|
ইউনিয়ন | |
৪নং সাতবাঁক ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে সাতবাঁক ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৫°০′৬.৯৯৮″ উত্তর ৯২°১৭′১৯.০০০″ পূর্ব / ২৫.০০১৯৪৩৮৯° উত্তর ৯২.২৮৮৬১১১১° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | সিলেট বিভাগ |
জেলা | সিলেট জেলা |
উপজেলা | কানাইঘাট উপজেলা |
প্রতিষ্ঠা | ১৯৭৪ |
আয়তন | |
• মোট | ২,০২৫ হেক্টর (৫,০০৫ একর) |
জনসংখ্যা | |
• মোট | ১৪,৫১৯ |
• জনঘনত্ব | ৭২০/বর্গকিমি (১,৯০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক বিভাগের কোড | ৬০ ৯১ ৫৯ ৭০ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
অবস্থান
সম্পাদনাইতিহাস
সম্পাদনাআয়তন ও জনসংখ্যা
সম্পাদনাআয়তন - ৫,৩৪৫ একর বর্গ কি:মি। জনসংখ্যা- ১৬,৯২৬ জন, পুরুষ- ৯,১১৮ জন, মহিলা- ৭৮০৮ জন। ভোটার সংখ্যা- ৭,৪৮৯ জন।
শিক্ষা
সম্পাদনাশিক্ষার হার- ৮৫%
শিক্ষা প্রতিষ্ঠান-
- প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা সরকারী ৮টি, বেসরকারী ১টি, কমিউনিটি ১টি।
- নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা ১০টি।
- মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা সরকারী ০২টি, বেসরকারী ১টি।
- কলেজের সংখ্যা সরকারী ০২টি, বেসরকারী ১টি।
- মাদ্রাসার সংখ্যা আলীয়া ১টি, কওমী ৫টি, অন্যান্য ৪টি।
- ধর্মীয় প্রতিষ্ঠানের সংখ্যা মসজিদ ৪০টি, মন্দির ১টি।
দর্শনীয় স্থান
সম্পাদনাহাট-বাজার, খাল ও নদী
সম্পাদনাউল্লেখযোগ্য ব্যক্তিত্ব
সম্পাদনাআরও দেখুন
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "এক নজরে সাতবাঁক ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ৪ ডিসেম্বর ২০১৮। ১ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০১৯।