সাতক্ষীরা-৩

বাংলাদেশের জাতীয় সংসদের একটি নির্বাচনী এলাকা

সাতক্ষীরা-৩ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি সাতক্ষীরা জেলায় অবস্থিত জাতীয় সংসদের ১০৭নং আসন।

সাতক্ষীরা-৩
জাতীয় সংসদ-এর
নির্বাচনী এলাকা
জেলাসাতক্ষীরা জেলা
বিভাগখুলনা বিভাগ
মোট ভোটার
  • ৪,৩১,৩৮৫ (ডিসেম্বর ২০২৩)[]
  • পুরুষ ভোটার: ২,১৮,২২৩
  • নারী ভোটার: ২,১৩,১৫৯
  • হিজড়া ভোটার: ৩
বর্তমান নির্বাচনী এলাকা
সৃষ্ট১৯৮৪

সীমানা

সম্পাদনা

সাতক্ষীরা-৩ আসনটি সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলা, কালিগঞ্জ উপজেলা, দেবহাটা উপজেলা, চাম্পাফুল ইউনিয়ন, ভাড়াশিমলা ইউনিয়ন, তারালী ইউনিয়ন, নলতা ইউনিয়ন নিয়ে গঠিত।[]

নির্বাচিত সাংসদ

সম্পাদনা
নির্বাচন সদস্য দল
১৯৮৬ সালাউদ্দিন সরদার স্বতন্ত্র[]
১৯৮৮ সালাউদ্দিন সরদার জাতীয় পার্টি[]
১৯৯১ এ এম রিয়াছাত আলী বিশ্বাস বাংলাদেশ জামায়াতে ইসলামী
ফেব্রুয়ারি ১৯৯৬ আলী আহম্মেদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল
জুন ১৯৯৬ এস এম মোখলেসুর রহমান বাংলাদেশ আওয়ামী লীগ
২০০১ এ এম রিয়াছাত আলী বিশ্বাস বাংলাদেশ জামায়াতে ইসলামী
২০০৮ আ. ফ. ম. রুহুল হক বাংলাদেশ আওয়ামী লীগ
২০১৪ আ. ফ. ম. রুহুল হক বাংলাদেশ আওয়ামী লীগ
২০১৮ আ. ফ. ম. রুহুল হক বাংলাদেশ আওয়ামী লীগ
২০২৪ আ. ফ. ম. রুহুল হক বাংলাদেশ আওয়ামী লীগ

নির্বাচন

সম্পাদনা

২০১০-এর দশকে নির্বাচন

সম্পাদনা

বিরোধীদলগুলি ২০১৪ সালের সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে আ. ফ. ম. রুহুল হক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[]

২০০০-এর দশকে নির্বাচন

সম্পাদনা
সাধারণ নির্বাচন ২০০৮: সাতক্ষীরা-৩[][]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ আ. ফ. ম. রুহুল হক ১,৪২,৭০৯ ৫১.০ +৮.৪
জামায়াতে ইসলামী এ এম রিয়াছাত আলী বিশ্বাস ১,৩৩,৮০২ ৪৭.৮ -৭.২
ইসলামী আন্দোলন আবুল খায়ের মোঃ রুহুল আমিন ২,৯০৩ ১.০ প্র/না
স্বতন্ত্র বরুণ কুমার বিশ্বাস ৪৪৪ ০.২ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ৮,৯০৭ ৩.২ −৯.২
ভোটার উপস্থিতি ২,৭৯,৮৫৮ ৯০.৫ +১.১
জামায়াতে ইসলামী থেকে আওয়ামী লীগ অর্জন করে
সাধারণ নির্বাচন ২০০১: সাতক্ষীরা-৩[]
দল প্রার্থী ভোট % ±%
জামায়াতে ইসলামী এ এম রিয়াছাত আলী বিশ্বাস ৭৩,৫৭৭ ৫৫.০ +৩২.১
আওয়ামী লীগ এস এম মোখলেসুর রহমান ৫৬,৯৮২ ৪২.৬ +৩.৯
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট সালাউদ্দিন সরদার ৩,১৮০ ২.৪ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ১৬,৫৯৫ ১২.৪ +৫.০
ভোটার উপস্থিতি ১,৩৩,৭৩৯ ৮৯.৪ +৮.০
আওয়ামী লীগ থেকে জামায়াতে ইসলামী অর্জন করে

১৯৯০-এর দশকে নির্বাচন

সম্পাদনা
সাধারণ নির্বাচন জুন ১৯৯৬: সাতক্ষীরা-৩[]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ এস এম মোখলেসুর রহমান ৩৯,৭২২ ৩৮.৭ +৭.৬
জাতীয় পার্টি সালাউদ্দিন সরদার ৩২,০৮৭ ৩১.৩ +৮.২
জামায়াতে ইসলামী এ এম রিয়াছাত আলী বিশ্বাস ২৩,৪৬২ ২২.৯ -১০.২
বিএনপি আলী আহমেদ ৬,৪৫৯ ৬.৩ +৩.৭
স্বতন্ত্র মোঃ আব্দুল হাদী ৩৯১ ০.৪ প্র/না
ইসলামী ঐক্য জোট এস এম শাহাদাতুর রহমান ২৪৩ ০.২ প্র/না
জাসদ (রব) এস এম সাইদুর রহমান ১৪০ ০.১ -০.২
ফ্রিডম পার্টি মোঃ মতিয়ার রহমান ৪৫ ০.০ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ৭,৬৩৫ ৭.৪ +৫.৪
ভোটার উপস্থিতি ১,০২,৫৪৯ ৮১.৪ +১৩.৫
জামায়াতে ইসলামী থেকে আওয়ামী লীগ অর্জন করে
সাধারণ নির্বাচন ১৯৯১: সাতক্ষীরা-৩[]
দল প্রার্থী ভোট % ±%
জামায়াতে ইসলামী এ এম রিয়াছাত আলী বিশ্বাস ৩১,৬৩১ ৩৩.১
আওয়ামী লীগ মোঃ হাফিজুর রহমান ২৯,৬৮০ ৩১.১
জাতীয় পার্টি সালাউদ্দিন সরদার ২২,০৯৫ ২৩.১
স্বতন্ত্র মোঃ আবুল খায়ের ৬,৫২৪ ৬.৮
বিএনপি মোঃ আব্দুল হালিম ২,৫৩২ ২.৬
জাকের পার্টি রেজাউল করিম ১,৫৭০ ১.৬
স্বতন্ত্র মোঃ রফিকুল ইসলাম ৬৯০ ০.৭
ওয়ার্কার্স পার্টি রউফ উদ্দিন ৩০৮ ০.৩
জাসদ (রব) এস এম সাইদুর রহমান ২৪৬ ০.৩
স্বতন্ত্র এস এম রুহুল আমিন ২৩২ ০.২
বাংলাদেশ মুসলিম লীগ (কাদের) আশফাকুজ্জামান ৬২ ০.১
সংখ্যাগরিষ্ঠতা ১,৯৫১ ২.০
ভোটার উপস্থিতি ৯৫,৫৭০ ৬৭.৯
জাতীয় পার্টি থেকে জামায়াতে ইসলামী অর্জন করে

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "সাতক্ষীরা-৩ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)ecs.gov.bdবাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪ 
  2. "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০১৫ 
  3. "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  4. "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  5. "১৫৩ আসনে জয়ী যারা"দৈনিক সমকাল। ৪ জানুয়ারি ২০১৪। ৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮ 
  6. "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮ 
  7. "মনোনয়ন জমাদানের তালিকা"বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮ 
  8. "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮ 

বহিঃসংযোগ

সম্পাদনা