সাতক্ষীরা-৩
বাংলাদেশের জাতীয় সংসদের একটি নির্বাচনী এলাকা
সাতক্ষীরা-৩ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি সাতক্ষীরা জেলায় অবস্থিত জাতীয় সংসদের ১০৭নং আসন।
সাতক্ষীরা-৩ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
জেলা | সাতক্ষীরা জেলা |
বিভাগ | খুলনা বিভাগ |
মোট ভোটার |
|
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৮৪ |
সীমানা
সম্পাদনাসাতক্ষীরা-৩ আসনটি সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলা, কালিগঞ্জ উপজেলা, দেবহাটা উপজেলা, চাম্পাফুল ইউনিয়ন, ভাড়াশিমলা ইউনিয়ন, তারালী ইউনিয়ন, নলতা ইউনিয়ন নিয়ে গঠিত।[২]
নির্বাচিত সাংসদ
সম্পাদনানির্বাচন
সম্পাদনা২০১০-এর দশকে নির্বাচন
সম্পাদনাবিরোধীদলগুলি ২০১৪ সালের সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে আ. ফ. ম. রুহুল হক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[৫]
২০০০-এর দশকে নির্বাচন
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | আ. ফ. ম. রুহুল হক | ১,৪২,৭০৯ | ৫১.০ | +৮.৪ | ||
জামায়াতে ইসলামী | এ এম রিয়াছাত আলী বিশ্বাস | ১,৩৩,৮০২ | ৪৭.৮ | -৭.২ | ||
ইসলামী আন্দোলন | আবুল খায়ের মোঃ রুহুল আমিন | ২,৯০৩ | ১.০ | প্র/না | ||
স্বতন্ত্র | বরুণ কুমার বিশ্বাস | ৪৪৪ | ০.২ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৮,৯০৭ | ৩.২ | −৯.২ | |||
ভোটার উপস্থিতি | ২,৭৯,৮৫৮ | ৯০.৫ | +১.১ | |||
জামায়াতে ইসলামী থেকে আওয়ামী লীগ অর্জন করে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
জামায়াতে ইসলামী | এ এম রিয়াছাত আলী বিশ্বাস | ৭৩,৫৭৭ | ৫৫.০ | +৩২.১ | ||
আওয়ামী লীগ | এস এম মোখলেসুর রহমান | ৫৬,৯৮২ | ৪২.৬ | +৩.৯ | ||
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট | সালাউদ্দিন সরদার | ৩,১৮০ | ২.৪ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ১৬,৫৯৫ | ১২.৪ | +৫.০ | |||
ভোটার উপস্থিতি | ১,৩৩,৭৩৯ | ৮৯.৪ | +৮.০ | |||
আওয়ামী লীগ থেকে জামায়াতে ইসলামী অর্জন করে |
১৯৯০-এর দশকে নির্বাচন
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | এস এম মোখলেসুর রহমান | ৩৯,৭২২ | ৩৮.৭ | +৭.৬ | ||
জাতীয় পার্টি | সালাউদ্দিন সরদার | ৩২,০৮৭ | ৩১.৩ | +৮.২ | ||
জামায়াতে ইসলামী | এ এম রিয়াছাত আলী বিশ্বাস | ২৩,৪৬২ | ২২.৯ | -১০.২ | ||
বিএনপি | আলী আহমেদ | ৬,৪৫৯ | ৬.৩ | +৩.৭ | ||
স্বতন্ত্র | মোঃ আব্দুল হাদী | ৩৯১ | ০.৪ | প্র/না | ||
ইসলামী ঐক্য জোট | এস এম শাহাদাতুর রহমান | ২৪৩ | ০.২ | প্র/না | ||
জাসদ (রব) | এস এম সাইদুর রহমান | ১৪০ | ০.১ | -০.২ | ||
ফ্রিডম পার্টি | মোঃ মতিয়ার রহমান | ৪৫ | ০.০ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৭,৬৩৫ | ৭.৪ | +৫.৪ | |||
ভোটার উপস্থিতি | ১,০২,৫৪৯ | ৮১.৪ | +১৩.৫ | |||
জামায়াতে ইসলামী থেকে আওয়ামী লীগ অর্জন করে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
জামায়াতে ইসলামী | এ এম রিয়াছাত আলী বিশ্বাস | ৩১,৬৩১ | ৩৩.১ | |||
আওয়ামী লীগ | মোঃ হাফিজুর রহমান | ২৯,৬৮০ | ৩১.১ | |||
জাতীয় পার্টি | সালাউদ্দিন সরদার | ২২,০৯৫ | ২৩.১ | |||
স্বতন্ত্র | মোঃ আবুল খায়ের | ৬,৫২৪ | ৬.৮ | |||
বিএনপি | মোঃ আব্দুল হালিম | ২,৫৩২ | ২.৬ | |||
জাকের পার্টি | রেজাউল করিম | ১,৫৭০ | ১.৬ | |||
স্বতন্ত্র | মোঃ রফিকুল ইসলাম | ৬৯০ | ০.৭ | |||
ওয়ার্কার্স পার্টি | রউফ উদ্দিন | ৩০৮ | ০.৩ | |||
জাসদ (রব) | এস এম সাইদুর রহমান | ২৪৬ | ০.৩ | |||
স্বতন্ত্র | এস এম রুহুল আমিন | ২৩২ | ০.২ | |||
বাংলাদেশ মুসলিম লীগ (কাদের) | আশফাকুজ্জামান | ৬২ | ০.১ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ১,৯৫১ | ২.০ | ||||
ভোটার উপস্থিতি | ৯৫,৫৭০ | ৬৭.৯ | ||||
জাতীয় পার্টি থেকে জামায়াতে ইসলামী অর্জন করে |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "সাতক্ষীরা-৩ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪।
- ↑ "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০১৫।
- ↑ "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "১৫৩ আসনে জয়ী যারা"। দৈনিক সমকাল। ৪ জানুয়ারি ২০১৪। ৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮।
- ↑ "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- ↑ "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ ক খ গ "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
বহিঃসংযোগ
সম্পাদনা- প্রথম আলোতে সাতক্ষীরা-৩