সাযযাদ কাদির
সাযযাদ কাদির (জন্ম: ১৪ এপ্রিল, ১৯৪৭) বাংলাদেশের একজন প্রখ্যাত সাহিত্যিক ও সাংবাদিক। তিনি বাংলা সাহিত্যের ষাটের দশকের অন্যতম কবি, গবেষক ও প্রাবন্ধিক হিসেবে পরিচিত।[১]
সাযযাদ কাদির | |
---|---|
জন্ম | মিরের বেতকা গ্রাম, টাঙ্গাইল জেলা, বাংলাদেশ | ১৪ এপ্রিল ১৯৪৭
মৃত্যু | ৬ এপ্রিল ২০১৭ ঢাকা, বাংলাদেশ | (বয়স ৬৯)
জাতীয়তা | বাংলাদেশী |
পেশা | কবি, সাংবাদিক, প্রাবন্ধিক |
পরিচিতির কারণ | আধুনিক বাঙ্গালী কবি |
জন্ম ও পারিবারিক পরিচয়
সম্পাদনাতিনি ১৯৪৭ সালের ১৪ই এপ্রিল টাঙ্গাইল জেলার মিরের বেতকা গ্রামে তার মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলায়।
শিক্ষা জীবন
সম্পাদনাসাযযাদ কাদির ১৯৬২ সালে বিন্দুবাসিনী উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে ১৯৬৯ সালে স্নাতক (সম্মান) এবং ১৯৭০ সালে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন।
কর্ম জীবন
সম্পাদনাদেশ স্বাধীন হবার পর ১৯৭২ সালে তিনি করোটিয়া সা'দত কলেজ-এর বাংলা বিভাগে শিক্ষক হিসেবে যোগদান করেন। ১৯৭৬ সালে তিনি কলেজের চাকরি ত্যাগ করে সাপ্তাহিক বিচিত্রা পত্রিকায় যোগদানের মাধ্যমে সাংবাদিকতা পেশায় আত্মনিয়োগ করেন এবং ১৯৭৮ সালে এটি ত্যাগ করে রেডিও বেইজিং-এ যোগ দেন। ১৯৮০ সালে রেডিও বেইজিং-এর চাকরি ছেড়ে দেন এবং ১৯৮২ সাল থেকে ১৯৮৫ সাল পর্যন্ত দৈনিক সংবাদ পত্রিকায় যুক্ত থাকেন। এরপর ১৯৮৫ সালে থেকে ১৯৯২ সাল পর্যন্ত কাজ করেন আগামী-তারকালোক পত্রিকায় পরবর্তীকালে এটি ত্যাগ করেন ও দৈনিক দিনকালে যোগ দেন। ১৯৯৫ সালে দৈনিক দিনকাল হতে ইস্তফা দিয়ে যোগ দেন বাংলাদেশ প্রেস ইনিস্টিটিউটে এবং ২০০৪ সাল পর্যন্ত এখানে কর্মরত থাকেন। তিনি ২০০৪ সাল থেকে দৈনিক মানবজমিন পত্রিকায় যুগ্ম সম্পাদক হিসেবে কর্মরত আছেন।[২]
প্রকাশিত গ্রন্থ
সম্পাদনাসাযযাদ কাদির শুধু মাত্র কবিতাই নয় গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ-গবেষণা, শিশুতোষ, সম্পাদনা, সঙ্কলন, অনুবাদ সহ বিভিন্ন বিষয়ে ৬০টির বেশি গ্রন্থ রচনা করেছেন। তার প্রকাশিত গ্রন্থগুলোর মধ্যে রয়েছে:
- যথেচ্ছ ধ্রুপদ (১৯৭০) - কাব্যগ্রন্থ
- চন্দনে মৃগপদচিহ্ন (১৯৭৬) - গল্পগ্রন্থ
- লাভ স্টোরি (১৯৭৭) - অনুবাদ
- রাজরূপসী
- প্রেমপাঁচালী
- হারেমের কাহিনী
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রবন্ধসমগ্র - সংকলন
- বেগম রোকেয়া প্রবন্ধসমগ্র - সংকলন
- পৃথিবীর প্রিয় প্রণয়ী
- অপর বেলায় - উপন্যাস
- অন্তর্জাল (২০০৮) - উপন্যাস
- রবীন্দ্রনাথ : শান্তিনিকেতন (২০১২) - গবেষণা
- রবীন্দ্রনাথ : মানুষটি (২০১২) - গবেষণা
- নারীঘটিত (২০১২) - প্রবন্ধ
- খেই (২০১২) - উপন্যাস
- বৃষ্টিবিলীন (২০১২) - কাব্যগ্রন্থ
- আমার ভুলবাসা (২০১৭) কাব্যগ্রন্থ
সম্মাননা
সম্পাদনা১।পশ্চিমবঙ্গের নাথ সাহিত্য ও কৃষ্টি কেন্দ্রিক সাহিত্যপত্রিকা ‘শৈবভারতী’র ৩৪তম বর্ষপূর্তি উপলক্ষে প্রবন্ধ সাহিত্যে সাযযাদ কাদিরকে শৈবভারতী পুরস্কার দেয়া হয়।[৩]
২। জাতীয় কবিতা পরিষদ পুরস্কার ২০১৯
আরও দেখুন
সম্পাদনাবহি:সংযোগ
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ http://www.dailyjanakantha.com/news_view.php?nc=42&dd=2012-01-08&ni=82671[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৪ জানুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০১৩।
- ↑ কবি সাযযাদ কাদিরের প্রতিভার প্রশংসা[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |