সাউদার্ন মেডিকেল কলেজ

চট্টগ্রামে অবস্থিত একটি বেসরকারি মেডিকেল কলেজ

সাউদার্ন মেডিকেল কলহলো বাংলাদেশের একটি বেসরকারি মেডিকেল স্কুল। ২০০৫ সালে এটি চট্টগ্রাম জেলার খুলশিতে প্রতিষ্ঠিত হয়। এটি চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় অধিভুক্ত একটি কলেজ।[]

সাউদার্ন মেডিকেল কলেজ এন্ড হসপিটাল
সাউদার্ন মেডিকেল
সাউদার্ন মেডিকেল কলেজের লোগো
সাউদার্ন মেডিকেল কলেজের লোগো
ধরনবেসরকারি মেডিকেল স্কুল
স্থাপিত২০০৫ (2005)
প্রাতিষ্ঠানিক অধিভুক্তি
চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়
চেয়ারম্যানমোঃ ইয়াসিন আলি
অধ্যক্ষঅধ্যাপক ডা. জয়ব্রত দাশ
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ
১৯৪
শিক্ষার্থী৩৯০
অবস্থান
খুলশি, চট্টগ্রাম
,
শিক্ষাঙ্গনশহর
ওয়েবসাইটwww.smchctgbd.com

কলেজটি পাঁচ বছর মেয়াদী কোর্স শেষে এমবিবিএস ডিগ্রি প্রদান করে। স্নাতক পরবর্তী এক বছরের ইন্টার্নশিপ সমস্ত স্নাতকদের জন্য বাধ্যতামূলক। ডিগ্রীটি বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল স্বীকৃত।[]

একাডেমিক সুবিধা

সম্পাদনা

কলেজটির একাডেমিক অনুষদে এখন ১৯৪ জন পূর্ণ -কালীন অনুষদ সদস্য রয়েছে।

কলেজের আটটি একাডেমিক বিভাগের নাম: এনাটমি বিভাগ, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, ফার্মাকোলজি, প্যাথলজি, মাইক্রোবায়োলজি, ফরেনসিক মেডিসিন এবং কমিউনিটি মেডিসিনের ৮৮ জন পূর্ণকালীন সদস্য রয়েছে। তাদের মধ্যে ১২ অধ্যাপক, ১১ সহযোগী অধ্যাপক, ৮ জন সহকারী অধ্যাপক এবং ৫৭ জন প্রভাষক অন্তর্ভুক্ত রয়েছে।

২৯ জন অধ্যাপক, ২০ জন সহযোগী অধ্যাপক, ৩ জন সহকারী অধ্যাপক, ১৫ জন নিবন্ধক, ০২ জন আবাসিক চিকিৎসক এবং ৪ জন রেসিডেন্ট সার্জন সমন্বয়ে সাউদার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের একাডেমিক অনুষদ কলেজের ক্লিনিকাল পাঠদান অনুষ্ঠানে অংশ নিচ্ছেন।[]

অবকাঠামো

সম্পাদনা

কলেজের প্রবেশমুখে বিশাল খেলার মাঠ রয়েছে। একাডেমিক ভবনের গার্লস হোস্টেল, পশ্চিমে হাসাপাতাল অবস্থিত। হাসপাতালের পাশে বয়েজ হোস্টেল রয়েছে। এছাড়া ক্যাম্পাসে খাবারের সুবিধার্তে ক্যান্টিন এবং ছাত্রছাত্রীদের জন্য লাইব্রেরী অবস্থিত।

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Chittagong Medical University"cmu.edu.bd। ২০১৯-০৮-১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০১-২৩ 
  2. BM&DC (info@bmdc.org.bd)। "BM&DC"Bangladesh Medical & Dental Council (ইংরেজি ভাষায়)। ২০১৯-১০-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১২-১০ 
  3. "Academic Facility"SOUTHERN MEDICAL COLLEGE & HOSPITAL (ইংরেজি ভাষায়)। ২০১৬-০৫-২৩। সংগ্রহের তারিখ ২০২০-০১-২৩ 

বহিঃসংযোগ

সম্পাদনা