সাউদাম্পটন ফুটবল ক্লাব

সাউদাম্পটন ফুটবল ক্লাব /sθˈæmptən, -hæmptən/ (শুনুন) হল একটি ইংলিশ ফুটবল দল। এর ডাকনাম হল দ্যা সেইন্টস যা সাউদাম্পটন শহরের নাম থেকে এসেছে।

সাউদাম্পটন
পূর্ণ নামসাউদাম্পটন ফুটবল ক্লাব
ডাকনামদ্য সেইন্টস
প্রতিষ্ঠিত২১ নভেম্বর ১৮৮৫; ১৩৯ বছর আগে (1885-11-21)
সেন্ট মেরি'স ওয়াইএমএ হিসেবে
মাঠসেন্ট মেরি'স স্টেডিয়াম
ধারণক্ষমতা৩২,৩৮৪[]
মালিকল্যান্ডার স্পোর্টস ইনভেস্টমেন্ট
সভাপতিচীন গাও জিশেং
ম্যানেজারইংল্যান্ড রাসেল মার্টিন
লিগইএফএল চ্যাম্পিয়নশিপ
২০২২–২৩২০তম (অবনমিত)
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট
বর্তমান মৌসুম

সাউদাম্পটনের বর্তমান হোম গ্রউন্ড সেন্ট মেরী'স স্টেডিয়াম । ২০০১ সালের পূর্ব পর্যন্ত হোম গ্রউন্ড ছিল দি ডেল । ক্লাব এর ডাকনাম "দি সেইন্টস" হওয়ার কারণ ১৮৮৫ সালে এটি একটি চার্চ ফুটবল দল হিসেবে প্রতিষ্ঠা পায়, যার নাম ছিল সেন্ট মেরি ইংল্যান্ড ইয়ং মেনস এসোসিয়েশন ( বা সেন্ট মেরি এর YMA ) । এবং এরা লাল ও সাদা জার্সি পরে খেলে। এরা ১৯৭৬ সালে এফ এ কাপ অর্জন করে। প্রিমিয়ার লিগে তাদের সর্বচ্চ অর্জন ১৯৮৩-৮৪ মৌসুমে ২য় হওয়া। ২৭ বছর গৌরবের সাথে খেলার পর ২০০৫ সালের ১৫ মে তারা প্রিমিয়ার লিগ থেকে অবনমিত হয় । ৭ বছর পর ২০১২-১৩ মৌসুমে তারা আবার প্রিমিয়ার লিগে প্রত্যাবর্তন করে। ২০১৪-১৫ মৌসুমে তারা প্রিমিয়ার লিগে ৭ম হয়।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Premier League Handbook 2019–20"। Premier League। ২ আগস্ট ২০১৯। সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০২০