এসবিএসি ব্যাংক পিএলসি
বাংলাদেশের ব্যাংক
(সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক লিমিটেড থেকে পুনর্নির্দেশিত)
এসবিএসি ব্যাংক পিএলসি বাংলাদেশের একটি বাণিজ্যিক ব্যাংক। এটির সদরদপ্তর ঢাকায় অবস্থিত। ২০১৩ সালে কোম্পানি আইন ১৯৯৪ অনুসারে এটি একটি ব্যাংকিং কোম্পানি হিসাবে প্রতিষ্ঠিত হয় ও ব্যাংকিং কোম্পানি আইন ১৯৯১ এর অধীনে পরিচালিত হয়। বর্তমানে সারা দেশে ব্যাংকটির ৮৪ টি শাখা ও ২৪ টি উপশাখা রয়েছে।
ধরন | পাবলিক লিমিটেড কোম্পানি |
---|---|
ডিএসই: SBACBANK সিএসই: SBACBANK | |
শিল্প | ব্যাংকিং, আর্থিক পরিসেবা |
প্রতিষ্ঠাকাল | ২৮.০৪.২০১৩ |
সদরদপ্তর | বিএসসি টাওয়ার, ২-৩ রাজউক এভিনিউ , ঢাকা, বাংলাদেশ |
পণ্যসমূহ | কনসুমার ব্যাংকিং যৌথ ব্যাংকিং ইনভেস্টমেন্ট ব্যাংকিং বিনিয়োগ ব্যবস্থাপনা |
কর্মীসংখ্যা | 1005 |
ওয়েবসাইট | এসবিএসি ব্যাংক লিমিটেড |
ইতিহাস
সম্পাদনাএই ব্যাংকটি বাংলাদেশ ব্যাংক থেকে লাইসেন্স গ্রহণ করে ২৮শে এপ্রিল ২০১৩ সালে প্রতিষ্ঠিত হয়।[১]
পরিচালনা
সম্পাদনাএসবিএসি'র ১৮ সদস্যের পরিচালনা পর্ষদের নেতৃত্বে রয়েছেন বিশিষ্ট শিল্পোদ্যাক্তা জনাব আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন।
মুলধন
সম্পাদনাব্যাংকের অনুমোদিত মুলধন ১০০০ কোটি টাকা। জুন ২০২২ ভিত্তিক পরিশোধিত মুলধনের পরিমান ৮১৬.০৩ কোটি টাকা।
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "About Us: Background."। ৭ জুন ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ জুন ২০১৭।