সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, সংক্ষেপে এসআইএফএফ, এশিয়ার বৃহত্তম চলচ্চিত্র উৎসবচীনে দীর্ঘতম সময় ধরে চলমান আন্তর্জাতিক চলচ্চিত্র অনুষ্ঠান।[][] ১৯৯৩ সালের অক্টোবর মাসে এই উৎসব প্রথম আয়োজিত হয়। এটি এফআইএপিএফ কর্তৃক স্বীকৃত একমাত্র চীনা উৎসব।[]

সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
২০০৭ সালে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সংবাদ সম্মেলন
অবস্থানসাংহাই, চীন
প্রতিষ্ঠিত১৯৯৩
অতি সম্প্রতি২০০৪
আয়োজনকারীচায়না ফিল্ম অ্যাডমিনিস্ট্রেশন, চায়না মিডিয়া গ্রুপ, সাংহাই সরকার
ওয়েবসাইটsiff.com

প্রতি বছরের জুন মাসে দশ দিনের বেশি সময় নিয়ে এই উৎসব অনুষ্ঠিত হয়। এই উৎসবের আয়োজন করে চায়না ফিল্ম অ্যাডমিনিস্ট্রেশন, চায়না মিডিয়া গ্রুপ ও সাংহাই সরকার। উৎসবে শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ পরিচালক, শ্রেষ্ঠ অভিনেতা/অভিনেত্রী ও অন্যান্য বিভাগে কয়েকটি গোল্ডেন গবলেট এবং একটি বিশেষ জুরি পুরস্কার প্রদান করা হয়। এসআইএফএফ মার্টে চলচ্চিত্র বাজার, চায়না ফিল্ম পিচ অ্যান্ড ক্যাচ (সিএফপিসি) ও কো-প্রোডাকশন ফিল্ম পিচ অ্যান্ড ক্যাচ (কো-এফপিসি) রয়েছে। এসআইএফএফোরাম একটি যোগাযোগের মাধ্যম।[]

পুরস্কার

সম্পাদনা

গোল্ডেন গবলেট পুরস্কার

সম্পাদনা

গোল্ডেন গবলেট পুরস্কারের চারটি শাখা রয়েছে। এতে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য প্রধান প্রতিযোগিতার পাশাপাশি এশিয়ার নতুন প্রতিভা, প্রামাণ্যচিত্র, অ্যানিমেশন ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রতিযোগিতা রয়েছে।

প্রধান প্রতিযোগিতা

সম্পাদনা
  • শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র (প্রযোজককে দেওয়া হয়)
  • জুরি গ্রঁ প্রি
  • শ্রেষ্ঠ অভিনেত্রী
  • শ্রেষ্ঠ অভিনেতা
  • শ্রেষ্ঠ পরিচালক
  • শ্রেষ্ঠ চিত্রনাট্য
  • শ্রেষ্ঠ চিত্রগ্রহণ
  • সেরা সৃজনশীল অবদান (সঙ্গীত, সৃজনশীল পরিচালনা, পোশাক পরিকল্পনা, চিত্রসম্পাদনা, রূপসজ্জা প্রভৃতি)

প্রামাণ্যচিত্র প্রতিযোগিতা

সম্পাদনা
  • শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র (পরিচালককে দেওয়া হয়)

অ্যানিমেশন প্রতিযোগিতা

সম্পাদনা
  • শ্রেষ্ঠ অ্যানিমেটেড চলচ্চিত্র (পরিচালককে দেওয়া হয়)

এশীয় নতুন প্রতিভা পুরস্কার

সম্পাদনা
  • শ্রেষ্ঠ চলচ্চিত্র
  • শ্রেষ্ঠ পরিচালক
  • শ্রেষ্ঠ অভিনেতা
  • শ্রেষ্ঠ অভিনেত্রী
  • শ্রেষ্ঠ চলচ্চিত্র রচয়িতা
  • শ্রেষ্ঠ চিত্রগ্রাহক

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রতিযোগিতা

সম্পাদনা
  • শ্রেষ্ঠ লাইভ অ্যাকশন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র (পরিচালককে দেওয়া হয়)
  • শ্রেষ্ঠ অ্যানিমেটেড স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র (পরিচালককে দেওয়া হয়)

চীনা মুভি চ্যানেল মিডিয়া পুরস্কার

সম্পাদনা
  • সবচেয়ে আকর্ষণীয় চলচ্চিত্র
  • সবচেয়ে আকর্ষণীয় চিত্রনাট্যকার
  • সবচেয়ে আকর্ষণীয় পরিচালক
  • সবচেয়ে আকর্ষণীয় প্রধান অভিনেতা
  • সবচেয়ে আকর্ষণীয় প্রধান অভিনেত্রী
  • সবচেয়ে আকর্ষণীয় পার্শ্ব অভিনেতা
  • সবচেয়ে আকর্ষণীয় পার্শ্ব অভিনেত্রী
  • সবচেয়ে আকর্ষণীয় নবীন পরিচালক
  • সবচেয়ে আকর্ষণীয় নবীন অভিনেতা
  • সবচেয়ে আকর্ষণীয় নবীন অভিনেত্রী

জ্যাকি চ্যান মারপিটধর্মী চলচ্চিত্র পুরস্কার

সম্পাদনা
  • শ্রেষ্ঠ মারপিটধর্মী চলচ্চিত্র
  • শ্রেষ্ঠ মারপিটধর্মী চলচ্চিত্র পরিচালক
  • শ্রেষ্ঠ মারপিটধর্মী চলচ্চিত্র অভিনেতা
  • শ্রেষ্ঠ মারপিটধর্মী চলচ্চিত্র অভিনেত্রী
  • শ্রেষ্ঠ মারপিট পরিচালক
  • শ্রেষ্ঠ মারপিটধর্মী চলচ্চিত্রের নবীন অভিনয়শিল্পী
  • শ্রেষ্ঠ বিশেষ প্রভাব
  • শ্রেষ্ঠ মারপিট

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Singapore films shine at the 11th Shanghai International Film Festival"। চ্যানেল নিউজ এশিয়া। সংগ্রহের তারিখ ২৪ ডিসেম্বর ২০২৪ 
  2. ব্রজেস্কি, প্যাট্রিক (১৯ জুন ২০২১)। "Shanghai Film Festival: Chinese Black Comedy 'Manchurian Tiger' Takes Top Prize"দ্য হলিউড রিপোর্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ ডিসেম্বর ২০২৪ 
  3. "Accredited Festivals"Fiapf | International Federation of Film Producers Associations (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ ডিসেম্বর ২০২৪ 
  4. "THE 15TH SHANGHAI INTERNATIONAL FILM FESTIVAL"। ২৭ জানুয়ারি ২০১২। ২০১২-০১-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ ডিসেম্বর ২০২৪ 

বহিঃসংযোগ

সম্পাদনা

টেমপ্লেট:সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব