সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, সংক্ষেপে এসআইএফএফ, এশিয়ার বৃহত্তম চলচ্চিত্র উৎসব ও চীনে দীর্ঘতম সময় ধরে চলমান আন্তর্জাতিক চলচ্চিত্র অনুষ্ঠান।[১][২] ১৯৯৩ সালের অক্টোবর মাসে এই উৎসব প্রথম আয়োজিত হয়। এটি এফআইএপিএফ কর্তৃক স্বীকৃত একমাত্র চীনা উৎসব।[৩]
অবস্থান | সাংহাই, চীন |
---|---|
প্রতিষ্ঠিত | ১৯৯৩ |
অতি সম্প্রতি | ২০০৪ |
আয়োজনকারী | চায়না ফিল্ম অ্যাডমিনিস্ট্রেশন, চায়না মিডিয়া গ্রুপ, সাংহাই সরকার |
ওয়েবসাইট | siff |
প্রতি বছরের জুন মাসে দশ দিনের বেশি সময় নিয়ে এই উৎসব অনুষ্ঠিত হয়। এই উৎসবের আয়োজন করে চায়না ফিল্ম অ্যাডমিনিস্ট্রেশন, চায়না মিডিয়া গ্রুপ ও সাংহাই সরকার। উৎসবে শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ পরিচালক, শ্রেষ্ঠ অভিনেতা/অভিনেত্রী ও অন্যান্য বিভাগে কয়েকটি গোল্ডেন গবলেট এবং একটি বিশেষ জুরি পুরস্কার প্রদান করা হয়। এসআইএফএফ মার্টে চলচ্চিত্র বাজার, চায়না ফিল্ম পিচ অ্যান্ড ক্যাচ (সিএফপিসি) ও কো-প্রোডাকশন ফিল্ম পিচ অ্যান্ড ক্যাচ (কো-এফপিসি) রয়েছে। এসআইএফএফোরাম একটি যোগাযোগের মাধ্যম।[৪]
পুরস্কার
সম্পাদনাগোল্ডেন গবলেট পুরস্কার
সম্পাদনাগোল্ডেন গবলেট পুরস্কারের চারটি শাখা রয়েছে। এতে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য প্রধান প্রতিযোগিতার পাশাপাশি এশিয়ার নতুন প্রতিভা, প্রামাণ্যচিত্র, অ্যানিমেশন ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রতিযোগিতা রয়েছে।
প্রধান প্রতিযোগিতা
সম্পাদনা- শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র (প্রযোজককে দেওয়া হয়)
- জুরি গ্রঁ প্রি
- শ্রেষ্ঠ অভিনেত্রী
- শ্রেষ্ঠ অভিনেতা
- শ্রেষ্ঠ পরিচালক
- শ্রেষ্ঠ চিত্রনাট্য
- শ্রেষ্ঠ চিত্রগ্রহণ
- সেরা সৃজনশীল অবদান (সঙ্গীত, সৃজনশীল পরিচালনা, পোশাক পরিকল্পনা, চিত্রসম্পাদনা, রূপসজ্জা প্রভৃতি)
প্রামাণ্যচিত্র প্রতিযোগিতা
সম্পাদনা- শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র (পরিচালককে দেওয়া হয়)
অ্যানিমেশন প্রতিযোগিতা
সম্পাদনা- শ্রেষ্ঠ অ্যানিমেটেড চলচ্চিত্র (পরিচালককে দেওয়া হয়)
এশীয় নতুন প্রতিভা পুরস্কার
সম্পাদনা- শ্রেষ্ঠ চলচ্চিত্র
- শ্রেষ্ঠ পরিচালক
- শ্রেষ্ঠ অভিনেতা
- শ্রেষ্ঠ অভিনেত্রী
- শ্রেষ্ঠ চলচ্চিত্র রচয়িতা
- শ্রেষ্ঠ চিত্রগ্রাহক
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রতিযোগিতা
সম্পাদনা- শ্রেষ্ঠ লাইভ অ্যাকশন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র (পরিচালককে দেওয়া হয়)
- শ্রেষ্ঠ অ্যানিমেটেড স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র (পরিচালককে দেওয়া হয়)
চীনা মুভি চ্যানেল মিডিয়া পুরস্কার
সম্পাদনা- সবচেয়ে আকর্ষণীয় চলচ্চিত্র
- সবচেয়ে আকর্ষণীয় চিত্রনাট্যকার
- সবচেয়ে আকর্ষণীয় পরিচালক
- সবচেয়ে আকর্ষণীয় প্রধান অভিনেতা
- সবচেয়ে আকর্ষণীয় প্রধান অভিনেত্রী
- সবচেয়ে আকর্ষণীয় পার্শ্ব অভিনেতা
- সবচেয়ে আকর্ষণীয় পার্শ্ব অভিনেত্রী
- সবচেয়ে আকর্ষণীয় নবীন পরিচালক
- সবচেয়ে আকর্ষণীয় নবীন অভিনেতা
- সবচেয়ে আকর্ষণীয় নবীন অভিনেত্রী
জ্যাকি চ্যান মারপিটধর্মী চলচ্চিত্র পুরস্কার
সম্পাদনা- শ্রেষ্ঠ মারপিটধর্মী চলচ্চিত্র
- শ্রেষ্ঠ মারপিটধর্মী চলচ্চিত্র পরিচালক
- শ্রেষ্ঠ মারপিটধর্মী চলচ্চিত্র অভিনেতা
- শ্রেষ্ঠ মারপিটধর্মী চলচ্চিত্র অভিনেত্রী
- শ্রেষ্ঠ মারপিট পরিচালক
- শ্রেষ্ঠ মারপিটধর্মী চলচ্চিত্রের নবীন অভিনয়শিল্পী
- শ্রেষ্ঠ বিশেষ প্রভাব
- শ্রেষ্ঠ মারপিট
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Singapore films shine at the 11th Shanghai International Film Festival"। চ্যানেল নিউজ এশিয়া। সংগ্রহের তারিখ ২৪ ডিসেম্বর ২০২৪।
- ↑ ব্রজেস্কি, প্যাট্রিক (১৯ জুন ২০২১)। "Shanghai Film Festival: Chinese Black Comedy 'Manchurian Tiger' Takes Top Prize"। দ্য হলিউড রিপোর্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ ডিসেম্বর ২০২৪।
- ↑ "Accredited Festivals"। Fiapf | International Federation of Film Producers Associations (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ ডিসেম্বর ২০২৪।
- ↑ "THE 15TH SHANGHAI INTERNATIONAL FILM FESTIVAL"। ২৭ জানুয়ারি ২০১২। ২০১২-০১-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ ডিসেম্বর ২০২৪।