সাঁতরাগাছি–আমতা শাখা রেলপথ

সাঁতরাগাছি–আমতা শাখা রেলপথটি দক্ষিণ পূর্ব রেল অঞ্চলের একটি অংশ, যার উপরে কলকাতা শহরতলির লোকাল ট্রেন হাওড়া থেকে আমতা পর্যন্ত চলাচল করে। এই রেলপথ প্রায় ৩৫ কিলোমিটার দীর্ঘ। সাঁতরাগাছি থেকে আমতা যেতে প্রায় এক ঘণ্টা সময় লাগে লোকাল ট্রেনে।

সাঁতরাগাছি–আমতা শাখা রেলপথ
সংক্ষিপ্ত বিবরণ
স্থিতিপরিচালনাগত
মালিকভারতীয় রেল
অঞ্চলপশ্চিমবঙ্গ
বিরতিস্থল
পরিষেবা
সেবাকলকাতা শহরতলি রেল
পরিচালকদক্ষিণ পূর্ব রেল
কারিগরি তথ্য
বিদ্যুতায়ন২৫ কেভি এসি (১৯৬৭-৬৯)
চালন গতি৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা (৩৭ মা/ঘ)

ইতিহাস

সম্পাদনা

হাওড়া আমতা লাইট রেলের মালিকানা ছিল এবং পরিচালনার দায়িত্ব ছিল হাওড়া–আমতা লাইট রেলওয়ে সংস্থার (এজেন্টস: টিএ মার্টিন অ্যান্ড কো, কলকাতা) উপর। হাওড়া-আমতা হালকা রেলপথটি ১৯৭১ সালের ১ জানুয়ারী বন্ধ হয়ে যায়। এর পর ব্রডগেজ ট্র্যাকে রূপান্তরিত করা হয় এবং দক্ষিণ পূর্ব রেলওয়ের আমতা শাখার জন্য ব্যবহৃত হচ্ছে।

  • হাওড়া–আমতা লাইন (সংকীর্ণ (২ ফুট) গেজ: ২৮ মাইল)
  • হাওড়া থেকে ডোমজুড় (৯ মাইল) ১ জুলাই ১৮৯৭ সালে খোলা হয়েছিল
  • ডোমজুড় থেকে বরগাছিয়া (৭ মাইল) ২ অক্টোবর ১৮৯৭ সালে খোলা হয়েছিল
  • বরগাছিয়া থেকে মাজু (৬ মাইল) ৪ মে ১৮৯৮ সালে খোলা হয়েছিল
  • মাজু থেকে আমতা (৭ মাইল) ১ জুন ১৮৯৮ সালে খোলা হয়েছিল এবং ১ জানুয়ারী ১৯৭১ সালে বন্ধ হয়
  • আমতা শাখা (ব্রডগেজ: ২৮ মাইল)
  • সাঁতরাগাছি জংশন থেকে ডোমজুড় (১২ মাইল) ২২ এপ্রিল ১৯৮৪ সালে খোলা হয়েছিল
  • ডোমজুড় থেকে বরগাছিয়া (৫ মাইল) ১৯৮৫ সালে খোলা হয়েছিল
  • বরগাছিয়া মহেন্দ্রলাল নগর (৩ মাইল) ২২ জুলাই ২০০২ সালে খোলা হয়েছিল
  • মহেন্দ্রলাল নগর থেকে আমতা (৮ মাইল) ডিসেম্বর ২০০৪ সালে খোলা হয়েছিল

তথ্যসূত্র

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা