সহীহ হাদীস
(সহীহ থেকে পুনর্নির্দেশিত)
বিশ্বকোষীয় পর্যায়ে যেতে এই নিবন্ধে আরো বেশি অন্য নিবন্ধের সাথে সংযোগ করা প্রয়োজন। |
সহীহ বা সহিহ (আরবী: صحيح) অর্থ: শুদ্ধ, নির্ভুল, সুস্থ, সত্য, সঠিক। [১] সহীহ হাদীস হলো শুদ্ধ হাদীসঃ অত্যন্ত সৎ ও সুযোগ্য রাবীদের বর্ণিত অবিচ্ছিন্ন সনদসম্বলিত (মুত্তাসিল) হাদীস।
উলুমুল হাদীসের পরিভাষায় সহীহ বলা হয় ঐ হাদীসকে যে হাদীসের বর্ণনাকারীরা আদিল বা ন্যায়পরায়ণ ও পূর্ণ আয়ত্তশক্তির অধিকারী হন এবং সনদটি শায বা ত্রুটিপূর্ণ নয়।[২]
সহীহের প্রকারভেদ
সম্পাদনাসহীহ দুই প্রকার:
- সহীহ লি যাতিহী
- সহীহ লি গয়রিহী
শর্তাবলী
সম্পাদনাসহীহ হাদীস হওয়ার জন্য বর্ণনাকারীর জন্য কিছু গুনাবলী বা শর্তাবলী পাওয়া আবশ্যক-
- অবিচ্ছিন্ন সনদ হওয়া: অর্থাৎ হাদীসের সনদ শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেক বর্ণনাকারী প্রত্যক্ষভাবে হাদীস শুনেছেন এবং কোনও বর্ণনাকারী কোথাও রহিত হয়নি।
- ন্যায়পরায়ণ হওয়া: অর্থাৎ প্রত্যেক বর্ণনাকারী একজন মুসলমান, জ্ঞানসম্পন্ন, প্রাপ্তবয়স্ক হওয়া এবং তার মধ্যে ফাসেকী না পাওয়া। অন্যভাবে বলা যায়- উন্নত চরিত্রের ব্যক্তি।
- স্মৃতিশক্তির অধিকারী হওয়া: প্রত্যেক বর্ণনাকারীর স্মৃতিশক্তি প্রবল হতে হবে। হাদীসটির স্মরণ রাখার ক্ষেত্রে কোনও অবহেলা ও অসতর্কতা না থাকা।
- ত্রুটিপূর্ণ না হওয়া: হাদীসের বর্ণনাকারীর মধ্যে কোন সূক্ষ্ম দোষত্রুটি থাকতে পারবে না।
- শায না হওয়া: যে হাদীসের মধ্যে নির্ভরযোগ্য বর্ণনাকারী তার থেকে অধিক নির্ভরযোগ্য বর্ণনাকারী বিরোধিতা না করা। [৩]
সহীহ হাদিসের বিধান
সম্পাদনাসঠিক হাদীসের অনুসরণ করা ওয়াজিব এবং এ জাতীয় হাদীস শরীয়তের অন্যতম দলীল।
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ আধুনিক আরবী-বাংলা অভিধান। রিয়াদ প্রকাশনী। ২০১১। পৃষ্ঠা ৬২২।
- ↑ শরহু নুখবাতুল ফিকার। ইসলামিয়া কুতুকখানা। পৃষ্ঠা ৯১।
- ↑ "صحیح (اصطلاح حدیث)"। آزاد دائرۃ المعارف، ویکیپیڈیا (উর্দু ভাষায়)। ২০১৯-০৫-১৭।
হাদিসের পরিভাষা | |||||
মুতাওয়াতির | মুতাফাক আলাইহা | মশহুর হাদীস | আজিজ | গরীব | হাসান |
মুতসাল | ↑সহীহ↑ | মুনকার | |||
মুসনাদ | ← সনদের পরিপ্রেক্ষিতে | হাদিস | মতন অনুসারে→ | মাতরূক | |
আহাদ | ↓যঈফ↓ | মাদরাজ | |||
মুনক্বাতি | মুদতারাব | মুদাল্লিস | মউকুফ | মুনকাতি | মউযু |