সর্বোত্তম যুদ্ধ সেবা পদক

সর্বোত্তম যুদ্ধ সেবা পদক (এসওয়াইএসএম) ভারতের যুদ্ধকালীন সময়ে সর্বোচ্চ সামরিক পুরস্কার। এটি যুদ্ধ বা সংঘাতের সময় সর্বাধিক বিশিষ্ট সেবার জন্য পুরস্কৃত করা হয়। এই পুরস্কারটি শান্তিকালীন বিশিষ্ট পুরস্কার পরম বিশিষ্ট সেবা পদকের সমতুল্য। সর্বোত্তম যুদ্ধ সেবা পদক মরণোত্তর ভাবেও দেয়া হতে পারে।

সর্বোত্তম যুদ্ধ সেবা পদক

সর্বোত্তম যুদ্ধ সেবা পদকের চিত্র
দেশ  ভারত
পুরস্কারদাতা দেশ ভারত সরকার
ধরন সামরিক পদক
পুরস্কৃত হওয়ার কারণ যুদ্ধকালীন সময়ে অসামান্য সেবার স্বীকৃতি হিসাবে
ফিতা
পূর্ববর্তী
পরবর্তী (উর্ধতন) পদ্মভূষণ[]
সমমান পরম বিশিষ্ট সেবা পদক[]
পরবর্তী (অধীনস্থ) মহাবীর চক্র[]

যুদ্ধ বা সংঘাতের সময় অসামান্য সেবার জন্য এটি পুরস্কৃত করা হয়। সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী, দেশরক্ষায় নিযুক্ত সেনা, সহায়ক ও সংরক্ষিত বাহিনী, আইনগতভাবে গঠনকৃত সশস্ত্র বাহিনীর সদস্যরা এটি পেতে পারেন। একই সাথে সশস্ত্র বাহিনীর নার্সিং কর্মকর্তা এবং নার্সিং সেবার অন্যান্য সদস্যরা এই পুরস্কারটি পেতে পারেন।

প্রাপকদের তালিকা

সম্পাদনা

নীচে পুরস্কার প্রাপকদের তালিকা রয়েছে।[]

পদমর্যাদা বছর নাম বাহিনী সূত্র
লেফট্যানেন্ট জেনারেল ১৯৮৭ অমরজিৎ সিং কলকট, এসওয়াইএসএম, এএভিএসএম, ভিএসএম ভারতীয় সেনাবাহিনী [][]
এয়ার মার্শাল ১৫ আগস্ট ১৯৯৯ বিনোদ পাটনে, এসওয়াইএসএম, পিভিএসএম, এভিএসএম, ভিআরসি ভারতীয় বিমানবাহিনী []
লেফট্যানেন্ট জেনারেল ২৬ জানুয়ারি ২০০০ হরি মোহন খান্না, এসওয়াইএসএম, পিভিএসএম, এভিএসএম, এডিসি ভারতীয় সেনাবাহিনী []

আরো দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Precedence Of Medals"indianarmy.nic.in/। ভারতীয় সেনাবাহিনী। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০১৪ 
  2. "Official Website of Indian Army"indianarmy.nic.in। সংগ্রহের তারিখ ২০১৭-০১-২২ 
  3. "Official Home page of the Indian Army, Our Heroes" 
  4. Singh, Brigadier M. P.। History of the Indian Military Academy। পৃষ্ঠা 246। 
  5. "Rediff On The NeT: Army orders inquiry into PVC blunder"m.rediff.com। সংগ্রহের তারিখ ২০১৭-০৯-০৪ 
  6. "Tribune India"