সর্বোত্তম জীবন রক্ষা পদক
সর্বোত্তম জীবন রক্ষা পদক ভারত সরকার প্রদত্ত একটি বেসামরিক জীবনরক্ষাকারী পুরস্কার। ১৯৬১ সালের ৩০ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত এই পুরস্কারটি প্রথমে "জীবন রক্ষা পদক, প্রথম শ্রেণি" নামে পরিচিত ছিল।
সর্বোত্তম জীবন রক্ষা পদক | |
---|---|
পদকের রিবন | |
পুরস্কারদাতা দেশ ভারত সরকার | |
ধরন | বেসামরিক জীবনরক্ষাকারী পদক |
পুরস্কৃত হওয়ার কারণ | ডুবে যাওয়া, আগুনে বা খনি দুর্ঘটনা থেকে প্রাণ বাঁচানোর জন্য বেসামরিক নাগরিকদের দেওয়া হয় |
বর্ণনা | ১,০০,০০০ টাকা পুরস্কার[১] |
পরিসংখ্যান | |
প্রতিষ্ঠিত | ৩০ সেপ্টেম্বর ১৯৬১ |
প্রথম পুরস্কৃত | ১৯৬১ |
শেষ পুরস্কৃত | ২০১৯ |
ফিতা | লাল ও নীল রঙের প্রান্তযুক্ত এবং মধ্যভাগে সরু সবুজ ফিতে |
পূর্ববর্তী | |
পরবর্তী (উর্ধতন) | পদ্মশ্রী[২] |
পরবর্তী (অধীনস্থ) | [[উত্তম জীবন রক্ষা পদক]][২] |
নির্ণায়ক
সম্পাদনাসর্বোত্তম জীবন রক্ষা পদক ডুবে যাওয়া, আগুনে বা খনি দুর্ঘটনা থেকে প্রাণ বাঁচানোর জন্য বেসামরিক নাগরিকদের দেওয়া হয়। "খুব বড় বিপদের পরিস্থিতিতে জীবন উদ্ধারের পক্ষে স্পষ্টত সাহস দেখানোর জন্য" এই পুরস্কারটি দেওয়া হয়।[৩]
সর্বোত্তম জীবন রক্ষা পদক সশস্ত্র বাহিনী, পুলিশ বা দমকল বাহিনীর সদস্যদেরও পুরস্কার দেওয়া যেতে পারে যদি তারা তাদের দ্বারা দায়িত্বের বাইরেও স্বীকৃতিজনক কাজ সম্পাদন করে। যদি পদকপ্রাপ্ত কোনও ব্যক্তিকে পরবর্তীকালে আবার পদক প্রদান করা হয়, তবে পরবর্তী পুরস্কার রিবনের সাথে একটি পদক দণ্ড সংযুক্ত করে দেয়া হয়। মরণোত্তর ভাবেও এই পুরস্কার দেওয়া যেতে পারে।[৩]
আকৃতি
সম্পাদনাসর্বোত্তম জীবন রক্ষা পদক একটি স্বর্ণপদক যা ৫৮ মিমি (২.৩ ইঞ্চি) ব্যাসের হয়। উপরের অভিমুখের কেন্দ্রে একটি উন্মুক্ত হাত অভয়ামুদ্রা অবস্থানে খোদিত থাকে ও এর নিচে দেবনাগরী লিপিতে "মা ভাই" ও তার নিচে "সর্বোত্তম জীবন রক্ষা পদক" লেখা খোদিত থাকে। বিপরীত দিকে ভারতের জাতীয় প্রতীক এবং সত্যমেব জয়তে লেখা থাকে।
পদকের ফিতাটি লাল, প্রশস্ত হল ৩২ মিমি (১.৩ ইঞ্চি)। দুই প্রান্তে হালকা নীল ফিতে এবং কেন্দ্রে সবুজ রঙের একটি স্ট্রাইপ রয়েছে। এই রঙগুলি আগুন (লাল), জল (নীল) এবং জীবনকে (সবুজ) উপস্থাপন করে।[৪]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Awards" (পিডিএফ)। mha.nic.in। স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ১৬ জুন ২০১৭ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০১৬।
- ↑ ক খ "Precedence Of Medals"। ভারতীয় সেনাবাহিনী। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০১৪।
- ↑ ক খ "Awards" (পিডিএফ)। www.warb-mha.gov.in। কল্যাণ ও পুনর্বাসন বোর্ড কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ সেপ্টেম্বর ২০১৪।
- ↑ Chhina, Rana T.S.; Haynes, Edward S. (২০০৮)। Medals and decorations of Independent India। মনোহার পাবলিশার্স এন্ড ডিস্ট্রিবিউটর্স। পৃষ্ঠা ৬১। আইএসবিএন 9788173047190।
বহিঃসংযোগ
সম্পাদনা- "Bravery Awards"। archive.india.gov.in। ভারতের জাতীয় পোর্টাল। ২০ আগস্ট ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ সেপ্টেম্বর ২০১৪।