সরশুনা কলেজ

ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি স্নাতকস্তরের মহাবিদ্যালয়

সরশুনা কলেজ বা Sarsuna College পশ্চিমবঙ্গের একটি কলেজ। এই শিক্ষাপ্রতিষ্ঠানটিতে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়ানো হয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে সরশুনা কলেজ একটি নবতম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। সরসুনা উচ্চবিদ্যালয় (সরসুনা হাইস্কুল) ভবনে কলেজের পঠনপাঠনের সুচনা হয়। এর ভিত্তিমূলে কোনও অর্থবান ব্যক্তি-প্রতিষ্ঠান, কোনও বিশেষ সম্পত্তিদাতার বিশেষ অনুগ্রহ ছিল না। এই সম্ভ্রান্ত উজ্জ্বল চতুঃস্তল ইমারত ও প্রায় দুই হাজারেরও অধিক ছাত্রসম্মিলনী গঠনেরস্বপ্ন ও তার বাস্তবায়নের উৎসমূলে আছে কয়েকজন বিশিষ্ট মানুষের অপরিসীম দায়বদ্ধতা, প্রাণনাশক্তি, দৃঢ় সঙ্কল্প এবং সর্বোপরি উদার হস্তে দান করা শতাধিক মানুষের কষ্টার্জিত অর্থসমবায়। গতি ও আধুনিকতার বহুমুখিনতা উভয়ের সম্মিলনই এই মহাবিদ্যালয়ের লক্ষ্য।অতীতকে উপেক্ষা নয়, আগামীকে সাদরে গ্রহণ; এই বাণী মর্মে রেখে এই বিদ্যাপ্রতিষ্ঠান বর্তমানের গভীরে দৃঢ়প্রত্যয়ের শিকড় প্রোথিত রেখে গ্রীক দেবতা জ্যানস-এর মতো বিগত ও অনাগতকে যথার্থ উপলব্ধি করতে সতত উৎসুক।এই প্রতিষ্ঠানের অন্তরবিশ্বাস এই যে,- শিক্ষা হল উপায় ও অভীষ্ট, অনুসন্ধান ও অনুসন্ধেয়, উৎপ্রেরণা ও উপায়দাতৃ। ভিন্নতর সমাজ সংস্কৃতি অর্থনীতি ও শিক্ষার পরিবেশ থেকে আগত শিক্ষার্থীর মননের স্বাধীনতা, নব-নব আবিষ্কার-এর প্রেরণাদান এবং ব্যক্তিগত প্রতিভার বিকাশ-এর ক্ষেত্র প্রস্তুতির জন্য এই প্রতিষ্ঠান সংকল্পবদ্ধ। ব্যক্তিক বা সামূহিক যে-কোনো বিকাশের ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক নিয়ম-নীতির বিশেষ ভূমিকা থাকে, এই মহাবিদ্যালয় সে স্থান অক্ষুণ্ণ রাখতে বদ্ধপরিকর। এই মহাবিদ্যালয় তার উদ্দেশ্যকে তাই রবীন্দ্রনাথের অমোঘ বাণীর সুরে সুর মিলিয়ে দিয়ে আপন নীতি রচনা করেছে- ‘জ্ঞানের পবিত্রদীপ্তাগ্নি প্রজ্জ্বলন ও মানবাত্মতার পরিশুদ্ধি ও পরিপূর্ণতা।’

সরশুনা কলেজ
Sarsuna College
ধরনস্নাতক ও স্নাতকোত্তর মহাবিদ্যালয়
স্থাপিত১৯৯৯; ২৬ বছর আগে (1999)
অবস্থান, ,
শিক্ষাঙ্গন৪/এইচ বি / এ, হো চি মিন সরণি, সরসুনা উপনগরী, কলকাতা ৭০০০৬১
অধিভুক্তিকলকাতা বিশ্ববিদ্যালয়
ওয়েবসাইটsarsunacollege.ac.in
মানচিত্র

বিভাগসমূহ

সম্পাদনা

বিজ্ঞান

সম্পাদনা
  • রসায়ন
  • পদার্থবিদ্যা
  • গণিত
  • কম্পিউটার বিজ্ঞান
  • প্রাণিবিদ্যা
  • উদ্ভিদবিদ্যা
  • মাইক্রোবায়োলজি
  • বায়োকেমিস্ট্রি
  • ইলেক্ট্রনিকস
  • পরিসংখ্যান

মানবিক

সম্পাদনা
  • বাংলা
  • ইংরেজি
  • ইতিহাস
  • রাষ্ট্রবিজ্ঞান
  • অর্থনীতি
  • শিক্ষা
  • ভূগোল
  • চলচ্চিত্র অধ্যয়ন

তথ্যসূত্র

সম্পাদনা