সরদার এ কে এম নাসির উদ্দিন

বাংলাদেশী রাজনীতিবিদ

সরদার এ কে এম নাসির উদ্দিন কালু বাংলাদেশের শরীয়তপুর জেলার রাজনীতিবিদ যিনি তৎকালীন ফরিদপুর-১৪ ও শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ছিলেন।[][][]

সরদার এ কে এম নাসির উদ্দিন
ফরিদপুর-১৪ আসনের সংসদ সদস্য
কাজের মেয়াদ
১৯৭৯ – ১৯৮২
শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য
কাজের মেয়াদ
১৯৮৬ – ১৯৯০
উত্তরসূরীকে এম হেমায়েত উল্লাহ আওরঙ্গজেব
ব্যক্তিগত বিবরণ
জন্মসরদার এ কে এম নাসির উদ্দিন কালু
শরীয়তপুর
রাজনৈতিক দলবাংলাদেশ জাতীয়তাবাদী দল
ডাকনামকালু

প্রাথমিক জীবন

সম্পাদনা

সরদার এ কে এম নাসির উদ্দিন শরীয়তপুর জেলার সদর উপজেলার বিনোদপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মৃত হোসেন আলী সরদার।[]

রাজনৈতিক জীবন

সম্পাদনা

সরদার এ কে এম নাসির উদ্দিন শরীয়তপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক । তিনি ১৯৭৭ সালে বিনোদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। ১৯৭৯ সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে তৎকালীন ফরিদপুর-১৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।[]

১৯৮৪ সালে পুনরায় তিনি বিনোদপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচিত হন। জাতীয় পার্টিতে যোগ দিয়ে ১৯৮৫ সালে শরীয়তপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।[]

১৯৮৬ সালের তৃতীয় ও ১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে শরীয়তপুর-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।[][][] ১৯৮৮ সালে সংসদ সদস্যের পাশাপাশি শরীয়তপুর জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।[]

১৯৯১ সালে পুনরায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগ দিয়ে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-১ আসনে পরাজিত হন। ২০০৫ সালে শরীয়তপুর পৌরসভার মেয়র নির্বাচিত হন। ২০০৮ সালে পৌরসভা নির্বাচনে পরাজিত হলেও ২০১৫ সালে পুনরায় শরীয়তপুর পৌরসভার মেয়র নির্বাচিত হন।[] ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে শরীয়তপুর-১ আসনে পরাজিত হন।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "২য় জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  2. "৩য় জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  3. "৪র্থ জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  4. শরীয়তপুর প্রতিনিধি (২৪ ডিসেম্বর ২০১৫)। "নির্বাচন করাই যার নেশা: ইউপি চেয়ারম্যান থেকে সাংসদ সবই হয়েছেন তিনি"বাংলা ট্রিবিউন। ২৫ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ ডিসেম্বর ২০১৫ 
  5. "মনোনয়ন দৌড়ে নতুন মুখসহ এক ডজনের বেশি প্রার্থী"দৈনিক নয়াদিগন্ত। ২৫ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০২০ 
  6. "সরদার এ কে এম নাসির উদ্দীন, আসন নং: ২২১, শরীয়তপুর-১, দল: বিএনপি (ধানের শীষ)"দৈনিক প্রথম আলো। ২৫ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০২০