সরকারি শারীরিক শিক্ষা কলেজ, চট্টগ্রাম

চট্টগ্রামে অবস্থিত শারীরিক শিক্ষা কলেজ

বিভাগীয় সরকারি শারীরিক শিক্ষা কলেজ, চট্টগ্রাম চট্টগ্রামের বিভাগীয় এবং একমাত্র সরকারি শারীরিক শিক্ষা বিষয়ক শিক্ষাপ্রতিষ্ঠান। এটি চট্টগ্রামের হালিশহরে অবস্থিত এবং এটি ২০০১ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয়।

সরকারি শারীরিক শিক্ষা কলেজ, চট্টগ্রাম
ধরনসরকারি
স্থাপিত২০০১; ২৩ বছর আগে (2001)
অধ্যক্ষএস.এম গিয়াস উদ্দীন বাবর
ঠিকানা
হালিশহর হাউজিং এস্টেট, বড়পোল, হালিশহর
, , ,
শিক্ষাঙ্গন১৩.১ একর
অধিভুক্তিজাতীয় বিশ্ববিদ্যালয় (কলেজ কোড: ৪৩৮৪)

ইতিহাস

সম্পাদনা

২০০১ খ্রিষ্টাব্দে ২২ কোটি টাকার সরকারি অর্থায়নে চট্টগ্রামের হালিশহরে কলেজটি প্রতিষ্ঠিত হয়। []

ক্যাম্পাস

সম্পাদনা

সরকারি শারীরিক শিক্ষা কলেজের ক্যাম্পাসটিতে রয়েছে একটি একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন, অডিটরিয়াম, জিমনেসিয়াম এবং সুইমিং পুল। এছাড়াও রয়েছে টেনিস বল কোর্ট, ব্যাটমিন্টন কোর্ট এবং বাস্কেট বল কোর্ট। ছাত্র-ছাত্রীদের জন্য যথাক্রমে ১০০ ও ৫০ আসনের হোস্টেল এবং স্টাফ কোয়ার্টার রয়েছে কলেজটিতে। কলেজের লাইব্রেরিতে রয়েছে ৪ হাজার বই এবং রয়েছে ৪০০ মিটার রানিং ট্র্যাক বিশিষ্ট খেলার মাঠ। কলেজ ক্যাম্পাসের মোট আয়তন হলো ১৩.১ একর।

তথ্যসূত্র

সম্পাদনা