সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকার হেড মাওলানার তালিকা

মাদ্রাসা-ই-আলিয়া ঢাকা বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী আলিয়া মাদ্রাসা যা ঢাকা আলিয়া মাদ্রাসা নামে অধিক খ্যাত। ১৭৮০ সালে বাংলার ফোর্ট উইলিয়ামের গর্ভনর জেনারেল ওয়ারেন হেস্টিংস কর্তৃক কলকাতায় কলকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। ১৯৪৭ সালে দেশ ভাগ হলে কলকাতা আলিয়া মাদ্রাসা কলকাতা থেকে ঢাকায় স্থানান্তরিত হয়। যখন ঢাকায় স্থানান্তর করা হয়, তখন মাদ্রাসার হেড মাওলানা ছিলেন মাওলানা শাফি হুজ্জাতুল্লাহ আনসারী। আর কলকাতা আলিয়া মাদ্রাসার প্রথম হেড মাওলানা ছিলেন মাজদুদ্দিন ওরফে মোল্লা মদন[][]

হেড মাওলানার তালিকা

সম্পাদনা

কলকাতা আলিয়া হিসাবে হেড মাওলানা

সম্পাদনা

১৯৪৭ পর্যন্ত এই মাদ্রাসাতে প্রায় ১৬ জন শিক্ষক হেড মাওলানার দায়িত্ব পালন করেন।[]

ঢাকা আলিয়া হিসাবে হেড মাওলানা

সম্পাদনা
নং নাম দায়িত্ব শুরু দায়িত্ব শেষ চিত্র
১৭ মাওলানা শাফি হুজ্জাতুল্লাহ আনসারী ১৯৪৭ ১৯৪৯
১৮ জাফর আহমদ উসমানি
(১৮৯২–১৯৭৪)
১৯৪৯ ১৯৫৪  
১৯ মুফতি আমীমুল ইহসান
(১৯১১-১৯৭৪)
১৯৫৪ ১৯৬৯  
২০ আবদুর রহমান কাশগরী
(১৯১২-১৯৭১)
১৯৬৯ ১৯৭১  
২১ আহমদ হোসাইন চৌধুরী ১৯৭১ ১৯৭২
২২ মাওলানা ইয়াকুব শরীফ ১৯৭২ ১৯৭৩
২৩ মাওলানা আব্দুল বারী ১৯৭৩ ১৯৭৬
২৪ খতিব উবায়দুল হক
(১৯২৮–২০০৭)
১৯৭৬ ১৯৮৫  
- মাওলানা মাহবুবুল হক (ভারপ্রাপ্ত) ১৯৮৫ ১৯৯১
২৫ মাওলানা আব্দুল আজিজ ১৯৯১ ১৯৯৫
- মাওলানা মোহাম্মদ সালাহউদ্দিন (ভারপ্রাপ্ত)
(১৯৪৪-২০২২)
১৯৯৫ ১৯৯৬  
২৬ মো. আব্দুল মান্নান ১৯৯৬ ১৯৯৮
২৭ মাওলানা মোহাম্মদ সালাহউদ্দিন
(১৯৪৪-২০২২)
২০০১ ২০০১  
- মাওলানা নুর মুহাম্মাদ (ভারপ্রাপ্ত)
(১৯৩৯-২০২১)
২০০১ ২০০২  
২৮ মাওলানা মুহাম্মদ তমীজুদ্দিন ২০০২ ২০০২
২৯ মাওলানা মুহাম্মদ ইসলাম গনী ২০০২ ২০০৩
৩০ মাওলানা নুর মুহাম্মাদ
(১৯৩৯-২০২১)
২০০৩ ২০০৪  
৩১ মাওলানা মুহাম্মদ কসিম উদ্দিন ২০০৫ ২০০৯
৩২ আব্দুর রহমান মামুন ২০১১ ২০১১
৩৩ মো. আব্দুল আলী ফারন্নকী ২০১২

আরো দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "আলিয়া মাদ্রাসা - বাংলাপিডিয়া"bn.banglapedia.org। সংগ্রহের তারিখ ২০২১-০৬-০২ 
  2. কলকাতা আলিয়া ও ঢাকা আলিয়া মাদ্রাসার হেড মাওলানা (পিডিএফ)ঢাকা আলিয়া মাদ্রাসা। ২০১৪। 
  3. ঢাকা আলিয়া মাদ্রাসা (২০২২-০৮-১৬)। List Principle Of Dhaka And Culcutta Alia Madrasah 2014। ঢাকা।