সম্মুখ তল

শরীরকে উল্লম্বভাবে অগ্র-পশ্চাৎ বিভক্তকারী সকল তল

সম্মুখ তল (Frontal plane বা Coronal plane বা করোনাল তল হিসেবেও পরিচিত) হল যে কোনও উল্লম্ব তল যা দেহকে অঙ্কীয় এবং পৃষ্ঠীয় (পেট ও পিঠ) ভাগে বিভক্ত করে।

সম্মুখ তল
মানবদেহের প্রধাম প্রধান শারীরস্থানিক তলসমূহ হল- মধ্যমা (লাল), প্যারাস্যাজিটাল (হলুদ), সম্মুখ বা করোনাল (নীল) এবং অনুপ্রস্থ বা অক্ষীয় তল (সবুজ)
বিস্তারিত
শনাক্তকারী
লাতিনplana coronalia
টিএ৯৮A01.2.00.001
টিএ২48
এফএমএFMA:12246
শারীরস্থান পরিভাষা

এটি দেহের বিভিন্ন অক্ষের সাপেক্ষে শরীরের অংশগুলোর অবস্থান বর্ণনা করতে ব্যবহৃত প্রধান তিনটি (যথা- সম্মুখ, অনুদৈর্ঘ্য ও অনুপ্রস্থ) তলের মধ্যে একটি।

বিস্তারিত

সম্পাদনা

করোনাল তলটি অনুদৈর্ঘ্য তলের একটি উদাহরণ, কারণ এটি অনুপ্রস্থ তলের সাথে লম্বভাবে অবস্থান করে । মানবদেহে, মধ্য-করোনাল তলটি একটি কাল্পনিক রেখা দ্বারা উভয় কাঁধের মধ্য দিয়ে দেহকে দুটি অংশে (সামনে ও পিছনে, বা অগ্র ও পশ্চাৎ) বিভক্ত করে। করোনাল তলটির বিবরণ বেশিরভাগ প্রাণীর পাশাপাশি মানুষের ক্ষেত্রেও প্রযোজ্য, যদিও মানুষ খাড়াভাবে চলে এবং বিভিন্ন তল সাধারণত উল্লম্বভাবেই প্রদর্শিত হয়।

স্টার্নাল তল (planum sternale) একটি করোনাল তল যা স্টার্নামের সম্মুখ ভাগকে ছেদ করে।[]

ব্যুৎপত্তি

সম্পাদনা

এই শব্দটি প্রাচীন গ্রীক κορώνη (korōnē, 'মালা, পুষ্পস্তবক') থেকে, লাতিন corona ('মালা, মুকুট') থেকে এসেছে।

অতিরিক্ত চিত্র

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Definition: sternal plane from Online Medical Dictionary"। সংগ্রহের তারিখ ২০০৭-১২-১৭ 

বহিঃসংযোগ

সম্পাদনা