সব্যসাচী (চলচ্চিত্র)
সব্যসাচী পীযুষ বসু পরিচালিত ১৯৭৭ সালের একটি জনপ্রিয় ভারতীয় বাংলা নাট্যধর্মী চলচ্চিত্র। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবী উপন্যাস অবলম্বনে নির্মিত চলচ্চিত্রটিতে নাম ভূমিকায় অভিনয় করেন উত্তম কুমার। এতে অন্যান্য চরিত্রে অভিনয় করেন সুপ্রিয়া চৌধুরি, অনিলি চ্যাটার্জি, বিকাশ রায় ও তরুণ কুমার।[১] এই ছবির সংগীতের দায়িত্বে ছিলেন উত্তম কুমার নিজেই। ছবিটি বক্স অফিসে সফল হয়েছিলো।
সব্যসাচী | |
---|---|
পরিচালক | পীযুষ বসু |
প্রযোজক | অসীম সরকার |
চিত্রনাট্যকার | পীযুষ বসু |
উৎস | শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কর্তৃক পথের দাবী |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | নিদান বন্দ্যোপাধ্যায় |
চিত্রগ্রাহক | বিজয় ঘোষ |
সম্পাদক | বৈদ্যনাথ চট্টোপাধ্যায় |
প্রযোজনা কোম্পানি | ঊষা ফিল্মস |
মুক্তি |
|
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
কাহিনী সংক্ষেপ
সম্পাদনাপ্লটটি পলাতক বাঙালি বিপ্লবী সব্যসাচীর কার্যকলাপ এবং ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতের স্বাধীনতা আন্দোলন নিয়ে আবর্তিত হয়েছে। নায়ক সব্যসাচী একটি গোপন বিপ্লবী সংগঠন পথের দাবি গঠন করেন। তিনি অত্যন্ত মেধাবী, উচ্চ শিক্ষিত, সাহসী এবং তার সংগঠনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। তিনি একটি পতিতালয়ে রোজের সাথে দেখা করেন এবং তাকে স্বাধীনতা সংগ্রামে আসতে অনুপ্রাণিত করেন। রোজ সুমিত্রা হয়ে আন্দোলন সংগঠিত করতে সক্রিয় অংশ নেয়। সশস্ত্র বিদ্রোহের নেতৃত্ব দেওয়ার জন্য আরও বেশ কয়েকজন বিপ্লবী তাদের সাথে যোগ দেয়। সব্যসাচী একজন বাঙালি দম্পতি অপূর্ব এবং ভারতীকেও অনুপ্রাণিত করেন। কিন্তু সব্যসাচীর নেতৃত্ব, ভালোবাসা ও ক্ষমতা পাওয়ার পেছনে রয়েছে বিশ্বাসঘাতকতার গল্প।
কুশীলব
সম্পাদনা- উত্তম কুমার - সব্যসাচী
- সুপ্রিয়া চৌধুরি - সুমিত্রা
- অনিল চ্যাটার্জি - ব্রজেন্দ্র
- বিকাশ রায় - নিমাই রায়
- তরুণ কুমার - শশী
- জয়শ্রী রায় - ভারতী
- সুজাতা দত্ত - নবতারা
- কিরণ লাহিড়ী - অপূর্ব
- নৃপতি চট্টোপাধ্যায়
- হারাধন বন্দ্যোপাধ্যায়
- সুলতা চৌধুরি - মা
- অমরনাথ মুখোপাধ্যায়
- সত্য বন্দ্যোপাধ্যায়
- সুপ্রিয় সরকার
- ক্ষুদিরাম ভট্টাচার্য
- রবিন চট্টোপাধ্যায়
- মন্টু বন্দ্যোপাধ্যায়
- তরুণ মিত্র
- তরুণ রায়
- শম্ভু ভট্টাচার্য
- প্রশান্ত চট্টোপাধ্যায়
- রসরাজ চক্রবর্তী
সংগীত
সম্পাদনাসব্যসাচী | |
---|---|
নিদান ব্যানার্জি, উত্তম কুমার কর্তৃক সাউন্ডট্র্যাক অ্যালবাম |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ রায়, অরুণ। "Sabyasachi (1977)"। আর্কাইভ। সংগ্রহের তারিখ ৩০ মার্চ ২০১৯।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে সব্যসাচী (ইংরেজি)