সফিপুর আনসার-ভিডিপি একাডেমী
সফিপুর আনসার-ভিডিপি একাডেমী হলো আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সর্বোচ্চ প্রশিক্ষণ প্রতিষ্ঠান কেন্দ্র । এটি গাজীপুর জেলার সফিপুরে ঢাকা-টাংগাইল সড়কের পাশে অবস্থিত।[১][২]
নীতিবাক্য | শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা |
---|---|
গঠিত | ১৯৭৬ |
ধরন | আধাসামরিক |
সদরদপ্তর | খিলগাঁও, ঢাকা |
অবস্থান |
|
মহাপরিচালক | এ কে এম আমিনুল হক স্বপন |
ইতিহাস
সম্পাদনা১৯৪৮ সালের ১২ ফেব্রুয়ারি আনসার বাহিনী গঠিত হয় এবং তখন থেকে এ বাহিনীর প্রশিক্ষণ কার্যক্রম সাময়িকভাবে ঢাকার শাহবাগে অনুষ্ঠিত হতো। স্বাধীনতা উত্তরকালে ১৯৭৩ সাল থেকে ১৯৭৫ সাল পর্যন্ত ঢাকার অদূরে সাভারে আনসার বাহিনীর প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হতো। ১৯৭৬ সালে গ্রাম প্রতিরক্ষা দল (ভিডিপি) ও ১৯৮০ সালে শহর প্রতিরক্ষা দলের (টিডিপি) সৃষ্টি হয়। পরবর্তীতে এ দুটি বাহিনীই আনসার বাহিনীর সঙ্গে একীভূত হয়। ১৯৭৬ সালে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার সফিপুরে জাতীয় আনসার প্রশিক্ষণ কেন্দ্র (এনএটিসি) প্রতিষ্ঠিত হয়। ১৯৮৩ সালে এর নামকরণ করা হয় আনসার ট্রেনিং স্কুল। ১৯৮৬ সালে আনসার ট্রেনিং স্কুলকে আনসার একাডেমীতে উন্নীত করা হয়। ১৯৯৫ সালে এর নামকরণ করা হয় আনসার-ভিডিপি একাডেমী। এটি মূলত আনসার-ভিডিপিদের একটি প্রশিক্ষণ কেন্দ্র।
অবস্থান
সম্পাদনাঢাকা শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দুরে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায় ঢাকা-টাংগাইল মহাসড়কের পাশে এবং চান্দনা চৌরাস্তা হতে ৩ কিলোমিটার উত্তরে সফিপুর আনসার-ভিডিপি একাডেমী অবস্থিত।[৩]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "সফিপুরে আনসার একাডেমিতে প্রধানমন্ত্রী"। দৈনিক যুগান্তর। ২০২০-০২-১৩। সংগ্রহের তারিখ ২০২৪-০১-১২।
- ↑ "সফিপুরে আনসার একাডেমিতে প্রধামমন্ত্রী"। দৈনিক ইনকিলাব। ২০২০-০২-১৩। সংগ্রহের তারিখ ২০২৪-০১-১২।
- ↑ "Bangladesh National Portal"। জাতীয় তথ্য বাতায়ন। ২০২৩-১২-২৩। সংগ্রহের তারিখ ২০২৪-০১-১২।