সফটওয়্যার স্বাধীনতা দিবস

ছুটির দিন
(সফটওয়্যার মুক্ত দিবস থেকে পুনর্নির্দেশিত)

সফটওয়্যার স্বাধীনতা দিবস (ইংরেজি: Software Freedom Day, শব্দ সংক্ষেপ:SFD) সারা বিশ্বব্যাপি মুক্ত সফটওয়্যার নিয়ে বাৎসরিক ভাবে উদ্‌যাপন করা হয় এমন একটি দিন। বিশ্বব্যাপী মুক্ত সফটওয়্যার ব্যবহার ও প্রচার-উৎসাহ বাড়ানোর জন্যই দিনটি পালন করা হয়।

সফটওয়্যার স্বাধীনতা দিবস লোগো

ইতিহাস

সম্পাদনা

২০০৪ সাল থেকে প্রথম পালন করা হয় এদিনটি। ২০০৪ সালের ২৮ আগস্ট ১২ টি দলের অংশগ্রহণে প্রথম উদ্‌যাপন করা হয় দিনটি। ২০১০ সালে ১০০র বেশি দলের অংশগ্রহণে পালন করা হয় দিনটি [] ২০০৬ সাল থেকে প্রতি বছরের সেপ্টেম্বর মাসের তৃতীয় শনিবার পালন করা হয় দিনটি।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Fred Muller's blog (President of Software Freedom International)

বহিঃসংযোগ

সম্পাদনা