সন্ধ্যা সংগীত রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি বাংলা কাব্যগ্রন্থ। এটি তাঁর কাব্য রচনার "উন্মেষ পর্ব"-এর অন্তর্গত। কাব্যের প্রকাশকাল বাংলা ১২৮৮ সন (ইংরেজি ১৮৮২ সাল)।[] তবে রবীন্দ্রজীবনীকার প্রভাতকুমার মুখোপাধ্যায় লিখেছেন, “গ্রন্থে ১২৮৮ মুদ্রিত হলেও, কার্যত ১২৮৯ সালে প্রকাশিত।” প্রথমে এই কাব্যে পঁচিশটি কবিতা অন্তর্ভুক্ত হয়। পরে তিনটি বাদ দেওয়া হয়েছিল। সমালোচক শিশিরকুমার দাশ এই কাব্যগ্রন্থের কবিতাগুলি সম্পর্কে লিখেছেন, “এদের মূল সুর বিষাদের, রোম্যান্টিক বেদনা ও শূন্যতাবোধের। এই কবিতাগুলির মধ্যে বাংলা কবিতার এক নূতনধারার সূচনা হয়েছিল।”

সন্ধ্যা সঙ্গীত
লেখকরবীন্দ্রনাথ ঠাকুর
দেশভারত
ভাষাবাংলা
ধরনকাব্যগ্রন্থ
প্রকাশনার তারিখ
১৮৮২
সন্ধ্যা সঙ্গীত-রবীন্দ্রনাথ ঠাকুর

এই কাব্যগ্রন্থে নিন্মলিখিত কবিতা রয়েছে:[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. বাংলা সাহিত্যের ইতিবৃত্ত, ড. দুুলাল চক্রবর্তী, জুলাই - ২০০৭, বাণী বিতান।
  2. সন্ধ্যাসংগীত – রবীন্দ্র রচনাবলী

বহিঃসংযোগ

সম্পাদনা