সনাতন দিন্দা
সনাতন দিন্দা (জন্ম: ৫ ফেব্রুয়ারি ১৯৭১) একজন খ্যাতনামা ভারতীয় বাঙালি ভিজ্যুয়াল শিল্পী। লন্ডনের বাকিংহাম প্যালেসে রক্ষিত মাদার টেরেসার প্রতিকৃতিটির প্রথম ভারতীয় শিল্পীর কৃতিত্ব তারই।
সনাতন দিন্দা | |
---|---|
জন্ম | |
জাতীয়তা | ভারতীয় |
ওয়েবসাইট | sanatandinda |
প্রাথমিক জীবন এবং শিক্ষা
সম্পাদনাসনাতন দিন্দা উত্তর কলকাতার কুমারটুলিতে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯২ খ্রিস্টাব্দে কলকাতার গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্র্যাফট থেকে ফাইন আর্টসে (ওয়েস্টার্ন পেইন্টিং) স্নাতক হন। [১] [২]
সনাতন ডিন্ডা কলকাতার বিভিন্ন স্থানে দুর্গা পূজার সময় যে শৈল্পিক অবদান রাখেন, তার জন্য বিশেষ পুরস্কার ও সম্মাননা লাভ করেন। [৩] তার বহু শিল্পকর্ম প্রাক্তন ক্রিকেটার শচীন তেন্ডুলকর [৪] আমজাদ আলি খান, আর পি গোয়েঙ্কা গোষ্ঠী, রিলায়েন্স ইন্ড্রাস্ট্রিজ, বল্লারপুর ইন্ড্রাস্ট্রিজ লিমিটেড ইত্যাদির ব্যক্তিগত সংগ্রহে রক্ষিত আছে। ২০১০ খ্রিস্টাব্দের ২৮ -২৯ জানুয়ারি তারিখে কলকাতার হায়াৎ রিজেন্সি হোটেলে সনাতন দিন্দার শিল্পকর্মের যে প্রদর্শনী অনুষ্ঠিত হয়, তার উদ্বোধন করেন আমজাদ আলি খান।।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Gallery Kolkata"।
- ↑ "Profile"। Official Website।
- ↑ "Durga online Profile"।
- ↑ "The Hindu share article"।