সনাতন দিন্দা (জন্ম: ৫ ফেব্রুয়ারি ১৯৭১) একজন খ্যাতনামা ভারতীয় বাঙালি ভিজ্যুয়াল শিল্পী। লন্ডনের বাকিংহাম প্যালেসে রক্ষিত মাদার টেরেসার প্রতিকৃতিটির প্রথম ভারতীয় শিল্পীর কৃতিত্ব তারই।

সনাতন দিন্দা
জন্ম (1971-02-05) ৫ ফেব্রুয়ারি ১৯৭১ (বয়স ৫৩)
জাতীয়তাভারতীয়
ওয়েবসাইটsanatandinda.in

প্রাথমিক জীবন এবং শিক্ষা

সম্পাদনা

সনাতন দিন্দা উত্তর কলকাতার কুমারটুলিতে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯২ খ্রিস্টাব্দে কলকাতার গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্র্যাফট থেকে ফাইন আর্টসে (ওয়েস্টার্ন পেইন্টিং) স্নাতক হন। [] []

 
কলকাতা, ২০১৫ সালে সনাতন দিন্দার হাতে গড়া দুর্গা প্রতিমা।

সনাতন ডিন্ডা কলকাতার বিভিন্ন স্থানে দুর্গা পূজার সময় যে শৈল্পিক অবদান রাখেন, তার জন্য বিশেষ পুরস্কার ও সম্মাননা লাভ করেন। [] তার বহু  শিল্পকর্ম প্রাক্তন ক্রিকেটার শচীন তেন্ডুলকর [] আমজাদ আলি খান, আর পি গোয়েঙ্কা গোষ্ঠী, রিলায়েন্স ইন্ড্রাস্ট্রিজ, বল্লারপুর ইন্ড্রাস্ট্রিজ লিমিটেড ইত্যাদির  ব্যক্তিগত সংগ্রহে রক্ষিত আছে। ২০১০ খ্রিস্টাব্দের ২৮ -২৯ জানুয়ারি তারিখে  কলকাতার হায়াৎ রিজেন্সি হোটেলে সনাতন দিন্দার শিল্পকর্মের যে প্রদর্শনী অনুষ্ঠিত হয়, তার উদ্বোধন করেন  আমজাদ আলি খান।।

তথ্যসূত্র

সম্পাদনা