সত্যান্বেষী (চলচ্চিত্র)
সত্যান্বেষী হলো ঋতুপর্ণ ঘোষ পরিচালিত এবং শ্রীকান্ত মোহতা ও মহেন্দ্র সোনি প্রযোজিত ২০১৩ সালের বাংলা রহস্য - থ্রিলার চলচ্চিত্র। এটিই ছিল পরিচালক হিসেবে ঘোষের শেষ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। ভারতীয় চলচ্চিত্র পরিচালক সুজয় ঘোষ এই ছবিতে ব্যোমকেশ বক্সি চরিত্রটি করেছেন।[১][২][৩]
সত্যান্বেষী | |
---|---|
পরিচালক | ঋতুপর্ণ ঘোষ |
প্রযোজক | শ্রীকান্ত মোহতা মহেন্দ্র সোনি |
সুরকার | দেবজ্যোতি মিশ্র |
চিত্রগ্রাহক | অভীক মুখোপাধ্যায় |
সম্পাদক | অর্ঘ্যকমল মিত্র |
প্রযোজনা কোম্পানি | |
মুক্তি |
|
স্থিতিকাল | ১১৭ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
পটভূমি
সম্পাদনাবলাবন্তপুর নামক একটি রাজ্যের শাসক মহারাজা অরুণাংশু, দেওয়ান চন্দ্রশেখর, পারিবারিক চিকিত্সক কালিগাতী এবং মহাযাজকের উপস্থিতিতে তাঁর মৃত্যুশয্যায় একটি ইচ্ছার তালিকা তৈরি করেছিলেন। এখানে কিছু শর্ত দিয়েছেন যার অধীনে তার পুত্র হিমাংশু রাজ্যের উত্তরাধিকারী হতে পারে। প্রথম শর্তটি হিমাংশুকে একজন অ-হিন্দু মেয়েকে বিয়ে করতে নিষেধ করেছিল এবং দ্বিতীয়টি তার বিয়ের তিন বছরের মধ্যে বৈধ উত্তরাধিকারী দাবি করেছেন। তার পিতার উত্তরাধিকারের শর্তে আবদ্ধ হয়ে হিমাংশু একজন উচ্চাকাঙ্ক্ষী অভিনেত্রী আলাকাকে বিয়ে করতে বাধ্য হন। এরপর আলাকা কয়েকজন বন্ধুর সাথে পালিয়ে যায়।এই রহস্যের মধ্যে ব্যোমকেশ এবং তার লেখক বন্ধু অজিতের বলবন্তপুরে আগমনের ঘটনা ঘটে। তবে সফরটি শিকার অভিযানে অংশ নেওয়ার আমন্ত্রণের অজুহাতে। তাদের থাকার সময়, তারা প্রাসাদের বাসিন্দাদের সাথে জড়িত এবং বলাবন্তপুরের ভূসংস্থান সম্পর্কে অনেক গোপনীয়তা উন্মোচন করে। ব্যোমকেশ বিশেষভাবে রাজকীয় চিকিত্সক কালিগাতীর এবং হরিনাথের অন্তর্ধানের সাথে কালিগাতীকে সংযুক্ত করার কয়েকটি সূত্র উন্মোচন করেন। এটি আবিষ্কার করা হয়েছে যে আলাকা যৌনতার স্বীকার। কিন্তু হিমাংশুর ব্লাডলাইন চালিয়ে যাওয়ার জন্য সে উদ্বিগ্ন ছিল। স্ত্রীর কাছ থেকে যৌনসুখ না পেয়ে হিমাংশু কালীগাতী কন্যা লীলার প্রতি আকৃষ্ট হন। আগের একটি শিকার অভিযানে আলাকা লীলাকে হিমাংশুর সাথে না পাঠিয়ে তার সাথে পাঠিয়েছিলেন। এইভাবে লীলা গর্ভবতী হলেন। কিন্তু গ্রন্থাগারিক হরিনাথ লীলাকে ভালোবাসতেন এবং হিমাংশুর সন্তানকে বহন করছেন জেনেও তাকে বিয়ে করতে চেয়েছিলেন। কালীগাতী এটিকে অসুবিধাজনক মনে করেছিল কারণ লীলার ছেলে তখন আনুষ্ঠানিকভাবে হরিনাথের ছেলে হিসাবে পরিচিত হবে, হিমাংশুর নয়। কালীগাতী রাজবংশের পিতামহ হতে চেয়েছিলেন। এইভাবে সে রাতে হরিনাথের জলে ডুবে মারার পরিকল্পনা করেছিল যখন সে আবিষ্কার করেছিল যে হরিনাথ লীলাকে বিয়ে করেছে। পরবর্তী গল্পটি বলাবন্তপুরের রহস্যের পিছনে অপরাধী হিসাবে কালিগাতীর গোয়েন্দাদের উন্মোচনকে ঘিরে আবর্তিত হয়েছে।
অভিনয়
সম্পাদনা- ব্যোমকেশ বক্সীর চরিত্রে সুজয় ঘোষ
- অজিত বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে অনিন্দ্য চ্যাটার্জি
- হিমাংশু চরিত্রে ইন্দ্রনীল সেনগুপ্ত
- কালীগাতী চরিত্রে শিবাজী বন্দ্যোপাধ্যায়
- অলোকা চরিত্রে অর্পিতা চ্যাটার্জি
- হরিনাথের চরিত্রে অনির্বাণ ঘোষ
- অরুণাংশোর চরিত্রে অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়
- দেওয়ান চন্দ্রশেখরের চরিত্রে সঞ্জয় নাগ
- লীলার চরিত্রে আনন্দী ঘোষ
চিত্রগ্রহণ
সম্পাদনাসত্যান্বেষী ছিল পরিচালক হিসেবে ঋতুপর্ণ ঘোষের শেষ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। ৩০ মে ২০১৩-এ তাঁর মৃত্যুর আগে, তিনি ছবির বেশিরভাগ শুটিং শেষ করেছিলেন। ছবির বাকি কাজটি ঘোষের কোর টিম করেছিল, যদিও ছবির প্রধান অভিনেতা সুজয় ঘোষ, যিনি নিজে একজন পরিচালকও একই প্রস্তাব করেছিলেন।[২] ধান্যকুড়িয়ার গাইন রাজবাড়িতে শুটিং হয়েছে।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Sujoy Ghosh to not act in any film after Rituparno's 'Satyanweshi'"। IBNLIve। ১৫ অগাস্ট ২০১৩। ২৬ অগাস্ট ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ অগাস্ট ২০১৩।
- ↑ ক খ "Rituparno Ghosh's cinematographer, not Sujoy Ghosh to complete Satyanweshi"। Hindustan Times। ১০ জুন ২০১৩। ১২ জুন ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ অগাস্ট ২০১৩।
- ↑ "Satyanweshi poster: Sujoy Ghosh looks like a real detective!"। Bollywood Life। ৩১ জুলাই ২০১৩। সংগ্রহের তারিখ ১৬ অগাস্ট ২০১৩।
বহিসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে সত্যান্বেষী (ইংরেজি)