সত্যরাণী দত্ত
সত্যরাণী দত্ত ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন ব্যক্তিত্ব ও অগ্নিকন্যা।
সত্যরাণী দত্ত | |
---|---|
জন্ম | বরিশাল জেলা (বর্তমান বাংলাদেশ) |
নাগরিকত্ব | ব্রিটিশ ভারত (১৯৪৭ সাল পর্যন্ত) পাকিস্তান (১৯৬৪ সাল পর্যন্ত) ভারত |
পেশা | রাজনীতিবিদ |
পরিচিতির কারণ | ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অগ্নিকন্যা |
আন্দোলন | ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলন |
দাম্পত্য সঙ্গী | সুরেন্দ্রনাথ দত্ত |
রাজনৈতিক জীবন
সম্পাদনা১৯৩০ সালের ৮ ডিসেম্বর দীনেশ গুপ্ত, বিনয় বসু ও বাদল গুপ্ত নামে তিন বাঙ্গালী বিপ্লবী ইউরোপীয় পোশাক পড়ে রাইটার্স বিল্ডিং-এ প্রবেশ করে কর্নেল সিম্পসনকে গুলি করে হত্যা করেন। সেই ১৯৩০ সালে অনেকেই এই হামলার সাথে যুক্ত ছিলেন। তখন সত্যরানী দত্ত তার স্বামী সুরেন্দ্রনাথ দত্তের সাথে কলিকাতায় ডালহাউসি স্কোয়ার বোমার মামলায় গ্রেপ্তার হন এবং হাজত বাস করেন। তাঁর স্বামী ঐ মালায় দীর্ঘমেয়াদী দ্বীপান্তর দণ্ডে দণ্ডিত হন।[১]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ কমলা দাশগুপ্ত (জানুয়ারি ২০১৫)। স্বাধীনতা সংগ্রামে বাংলার নারী, অগ্নিযুগ গ্রন্থমালা ৯। কলকাতা: র্যাডিক্যাল ইম্প্রেশন। পৃষ্ঠা ২৩৩। আইএসবিএন 978-81-85459-82-0।