সতীশচন্দ্র মিত্র

বাঙালি লেখক

সতীশচন্দ্র মিত্র (১৪ ডিসেম্বর ১৮৭২ - ৭ জুন ১৯৩১)[] একজন বাঙালি ঐতিহাসিক।[] তিনি তাঁর দীর্ঘ পরিশ্রমের ফসল হিসেবে “যশোহর খুলনার ইতিহাস” নামক বইটি রচনা করেন। তিনি ১৪ই ডিসেম্বর, ১৮৭২ সালে তৎকালীন খুলনা জেলায় জন্ম গ্রহণ করেন। কর্ম জীবনে তিনি সরকারি বি.এল কলেজে অধ্যাপনা করেছেন। ১৯৩১ সালের ৭ই জুন মাত্র ৬০ বছর বয়সে তিনি মারা যান।[]

সতীশচন্দ্র মিত্র
জন্ম১৪ ডিসেম্বর ১৮৭২
মৃত্যু৭ জুন ১৯৩১
নাগরিকত্ব ব্রিটিশ ভারত
পেশালেখক, ইতিহাসবিদ
উল্লেখযোগ্য কর্ম
যশোহর খুলনার ইতিহাস
পিতা-মাতা
  • প্যারীমোহন মিত্র (পিতা)

তথ্যসূত্র

সম্পাদনা
  1. বসু, অঞ্জলি (নভেম্বর ২০১৩)। বসু, অঞ্জলি; সেনগুপ্ত, সুবোধচন্দ্র, সম্পাদকগণ। সংসদ বাঙালি চরিতাভিধান (পঞ্চম সংস্করণ, দ্বিতীয় মুদ্রণ সংস্করণ)। কলকাতা: সাহিত্য সংসদ। পৃষ্ঠা ৭৪৭। আইএসবিএন 978-8179551356 
  2. http://bn.banglapedia.org/index.php?title=মিত্র,_সতীশচন্দ্র
  3. যশোহর, খুলনার ইতিহাস (১৯১৪)। বই। ৩৮/২ক বাঙলাবাজার ঢাকা ১১০০: গতিধারা।