সঞ্জীবন হাসপাতাল ও মেডিকেল কলেজ, যা সঞ্জীবন হাসপাতাল শিরোনামে ব্যাপকভাবে পরিচিত, হল উলুবেড়িয়ায় অবস্থিত[] একটি মেডিকেল কলেজ এবং হাসপাতাল, যা হাওড়া জেলার সবচেয়ে জনপ্রিয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে একটি। ২০১৫ সালের ১ জুন এই মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়।

সঞ্জীবন হাসপাতাল ও মেডিকেল কলেজ, উলুবেড়িয়া
অন্যান্য নাম
সঞ্জীবন ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্স
প্রাক্তন নাম
সঞ্জীবন হাসপাতাল
নীতিবাক্যলাতিন: Cum Humanitate Scientia
ধরনবেসরকারি
স্থাপিত১ জুন ২০১৫
(৯ বছর আগে)
 (1 June 2015)
প্রতিষ্ঠাতাশুভাশীষ মিত্র[]
অধিভুক্তিপশ্চিমবঙ্গ স্বাস্থ্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়, পশ্চিমবঙ্গ এবং লিঙ্কন বিশ্ববিদ্যালয় কলেজ, মালয়েশিয়া
অধ্যক্ষঅধ্যাপক ডঃ শুভজিৎ দত্ত
অবস্থান, ,
৭১১৩১৬
,
২২°২৮′৫১″ উত্তর ৮৮°০৬′৫৪″ পূর্ব / ২২.৪৮০৮১৫৩° উত্তর ৮৮.১১৪৯০০৩° পূর্ব / 22.4808153; 88.1149003
ভাষাইংরেজি, বাংলা
ওয়েবসাইটeoffice.sanjibanhospital.org
মানচিত্র

এই কলেজ থেকে বর্তমানে সাড়ে পাঁচ বছরের শিক্ষাক্রমের শেষে ব্যাচেলরস অফ মেডিসিন অ্যান্ড সার্জারি (এমবিবিএস) ডিগ্রি দেওয়া হয়। এছাড়াও এমএস/এমডি বা পোস্ট ডক্টোরাল এমসিএইচ/ডিএম ডিগ্রিও দেওয়া হয়। ডাক্তারি শিক্ষার সঙ্গে সঙ্গে এখানে নার্সিং ও বিভিন্ন প্যারামেডিক্যাল শিক্ষাক্রমও চালু রয়েছে। সঞ্জীবন হাসপাতাল ও মেডিকেল কলেজ শহরের অন্যতম বৃহৎ হাসপাতাল।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. আবসার, নুরুল। "চিকিৎসার খরচ কমাতে হাসপাতালে বিদ্যুৎকেন্দ্র"www.anandabazar.com। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-০১ 
  2. "উলুবেড়িয়ার সঞ্জীবন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ১০১জন কোভিড সংক্রমিত"Zee24Ghanta.com। ২০২০-০৫-২৯। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-০১