সঞ্চারী মণ্ডল
সঞ্চারী মণ্ডল একজন বাঙ্গালী অভিনেত্রী, যিনি এখন জয়ীতে কাজ করছেন। জয়ী একটি বাঙালি সোপ অপেরা যা ক্যাবল টেলিভিশন চ্যানেল জি বাংলাতে ভারত ও বাংলাদেশে বাংলা ভাষার প্রচারিত হয় । [১][২][৩] তিনি টেলিভিশন ধারাবাহিকে গোয়েন্দা গিন্নি, ভালবাসা.কম,আমার দুর্গা নিয়ে আবির্ভুত হন। [১] এবং গুলশান চলচ্চিত্রের চারুলতা এবং সানন্দা টিভির ' জ্যাত ' সিরিজে অভিনয় করেছেন। [৪]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "'Joyee' actress Sanchari Mondal gets engaged"। The Times of India (ইংরেজি ভাষায়)। ২৯ সেপ্টেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ২০১৯-০২-২১।
- ↑ "Actress Manali Manisha Dey has a blast with BFFs Alivia Sarkar and Sanchari Mondal"। The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০২-২১।
- ↑ এবেলা.ইন, শাঁওলি (২৮ সেপ্টেম্বর ২০১৮)। "একসঙ্গে পথচলা শুরু করলেন সঙ্গীত-সঞ্চারী"। ebela.in (bengali ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০২-২১।
- ↑ এবেলা.ইন, শাঁওলি (৬ অক্টোবর ২০১৭)। "টেলিভিশনের নতুন নায়ক-নায়িকার জীবন অতিষ্ঠ করে তুলবেন সঞ্চারী!"। ebela.in (Bengali ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০২-২১।