সকাল

সূর্যোদয় থেকে দুপুর পর্যন্ত সময়

সকাল হলো দিনের প্রথমাংশ। একে পূর্বাহ্ন ও বলা হয়ে থাকে। স্থানভেদের কারণে সকালের সংজ্ঞার কোন ভিন্নতা নেই। ভোরের শেষ ভাগ থেকে শুরু করে বেলা ১২:০০টা পর্যন্ত সময়কে এশিয়ার কিছু অঞ্চলে ও ভারতীয় উপমহাদেশে সকাল হিসেবে বিবেচনা করা হয়। অনেকে ‍আবার ভোর বা সকালকে ‍একই সময় বলেছেন। তবে অধিকাংশ মানুষই মনে করেন ভোর ‍আর সকাল ‍এক সময় নয়। ভোরের পরই সকাল শুরু হয়। সকালে মানুষ প্রথম খাব‍ার গ্রহণ করে এবং সকাল থেকেই মানুষের দৈনিক কার্যাবলীর সূত্রপাত হয়।

ব্যুৎপত্তি

সম্পাদনা

তাৎপর্য

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা