সংবিধান সংশোধন
এই নিবন্ধে একাধিক সমস্যা রয়েছে। অনুগ্রহ করে নিবন্ধটির মান উন্নয়ন করুন অথবা আলাপ পাতায় বিষয়গুলো নিয়ে আলোচনা করুন।
|
বিধানসভায় কোনো বিলের পরিবর্তন, সংশোধন বা খারিজ করার প্রক্রিয়াকে সংশোধন বলে। এই শব্দটি সমাবেশ বা কমিটির রেজুলেশন পরিমার্জন করার জন্যও ব্যবহৃত হয়। যে কোনো দেশের সংবিধান যতই সাবধানে তৈরি করা হোক না কেন, কিন্তু মানুষের কল্পনার সীমা বেঁধে যায়। সংবিধান প্রণয়নের সময় ভবিষ্যতে যে পরিস্থিতি আসবে এবং পরিবর্তন হবে তা তিনি কল্পনা করতে পারেন না; আন্তর্জাতিক পরিস্থিতির জটিলতার কারণে সংবিধানের সংশোধন, পরিবর্তনও কাম্য ও প্রয়োজনীয় হয়ে ওঠে।