সংগ্রাম
গোষ্ঠীর কোন ঐক্যবদ্ধ আন্দোলনকে নির্দিষ্ট করে।
সংগ্রাম একটি বাংলা শব্দ ( ইংরেজি : Struggle , War । আরবি : জিহাদ ) :[১] সাধারনত সংগ্রাম শব্দটি কোন গোষ্ঠীর কোন ঐক্যবদ্ধ আন্দোলনকে নির্দিষ্ট করে ।কোন নির্দিষ্ট উদ্দেশ্য বাস্তবায়নের জন্য কোঠর মনোভাব নিয়ে সকল শান্তিপূর্ণ ও সামরিক ব্যাবস্থাকে সাথে নিয়ে একাগ্রচিত্তে সেই উদ্দেশ্য বাস্তবায়নের প্রচেষ্টাকে সংগ্রাম বলা হয়ে থাকে ।
কোন ন্যায় ও মহান উদ্দেশে বাস্তবায়নের লক্ষে এক ব্যক্তি বা গোষ্ঠীর সম্মিলিত সামরিক কিংবা অসামরিক প্রচেষ্টাকে একত্রে সংগ্রাম বলা হয় । যেমন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ।
ব্যক্তিগত অভিব্যক্তি প্রকাশের জন্যেও সংগ্রাম শব্দটি ব্যবহার করা হয়ে থাকে " জীবনসংগ্রাম "
- ↑ "Meaning of the word সংগ্রাম from Bangla-English Dictionary"। ovidhan.org। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০১৭।