শ্ৰীকৃষ্ণ সার্বভৌম

শ্ৰীকৃষ্ণ সার্বভৌম ছিলেন একজন বিখ্যাত বাঙালি পন্ডিত ও শাস্ত্ররচয়িতা।

শ্ৰীকৃষ্ণ সার্বভৌম একজন স্মার্ত ও ন্যায়শাস্ত্র পন্ডিত ছিলেন,[] প্রথমে তিনি নাটোরের রাজা রামজীবনের সভাপণ্ডিত ছিলেন। ১৭০৩ সালে নবদ্বীপাধিপতি রামকৃষ্ণ রায় তাঁকে ভূমি দান করেন। তখন চতুষ্পাঠীসমূহের শ্ৰেষ্ঠ কেন্দ্র ছিল নবদ্বীপ। ১৭২২ সালে তাঁর রচিত কৃষ্ণপদমৃত এবং ১৭২৩ সালে পদাঙ্কদূত নবদ্বীপে প্রচারিত হয়।[] তিনি শ্ৰীকৃষ্ণ শৰ্মা নামেও পরিচিত ছিলেন, তাঁর রচিত অন্যান্য গ্রন্থগুলি হল মুকুন্দপদমাধুরীসিদ্ধান্তচিন্তামণি[][]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Rāṛhī, Kānticandra (২০০৪)। Nabadvīpa-mahimā। Nabadvīpa Purātattva Parishada। 
  2. "পাতা:সরল বাঙ্গালা অভিধান (সপ্তম সংস্করণ).djvu/১২৩৮ - উইকিসংকলন একটি মুক্ত পাঠাগার"bn.wikisource.org। সংগ্রহের তারিখ ২০২২-১২-১৯ 
  3. "১৪. শাস্ত্রানুশীলন, সাহিত্যসাধনা ও সঙ্গীতচর্চা - আঠারো শতকের বাঙলা ও বাঙালী (১৯৫৭) – অতুল সুর - অতুল সুর - বাংলা বই (Bangla Book)"www.edictionarybd.com। ২০২২-১২-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-১২-১৯ 
  4. সুবোধ সেনগুপ্ত ও অঞ্জলি বসু সম্পাদিত, সংসদ বাঙালি চরিতাভিধান, প্রথম খণ্ড, সাহিত্য সংসদ, কলকাতা, আগস্ট ২০১৬, পৃষ্ঠা ৫৩৭, আইএসবিএন ৯৭৮-৮১-৭৯৫৫-১৩৫-৬