শ্রেয়াংসনাথ
১১শ জৈন তীর্থঙ্কর
জৈন বিশ্বতত্ত্ব অনুসারে, বর্তমান কালচক্রার্ধে (অবসর্পিণী যুগ) শ্রেয়াংসনাথ ছিলেন একাদশ জৈন তীর্থঙ্কর।[১] জৈনরা বিশ্বাস করেন, তিনি কর্মের সকল বন্ধন ছিন্ন করে একজন সিদ্ধে পরিণত হয়েছিলেন। সারনাথের কাছে সিংহপুরীতে ইক্ষ্বাকু বংশীয় রাজা বিষ্ণু ও রাণি বিষ্ণু দেবী ছিলেন শ্রেয়াংসনাথের পিতামাতা। ভারতীয় পঞ্জিকা অনুসারে, তিনি ফাল্গুন মাসের কৃষ্ণা দ্বিতীয়া তিথিতে জন্মগ্রহণ করেছিলেন।[১]
শ্রেয়াংসনাথ | |
---|---|
১১শ জৈন তীর্থঙ্কর | |
পূর্বসূরি | শীতলনাথ |
উত্তরসূরি | বাসুপূজ্য |
রাজপরিবার | |
রাজবংশ/বংশ | ইক্ষ্বাকু |
পরিবার | |
পিতামাতা | বিষ্ণু (পিতা) বিষ্ণুদ্রি (বিষ্ণা) (মাতা) |
্কল্যাণক / গুরুত্বপূর্ণ ঘটনাবলি | |
জন্ম | ১০২১২ বছর আগে সিংহপুরী |
মোক্ষের স্থান | সম্মেদ শিখর |
বৈশিষ্ট্য | |
বর্ণ | সোনালি |
প্রতীক | গণ্ডার |
উচ্চতা | ৮০ ধনুষ (২৪০ মিটার) |
বয়স | ৮,৪০০,০০০ বছর আগে |
কেবলকাল | |
যক্ষ | মনুজ |
যক্ষিণী | বৎসা |
প্রধান মন্দির
সম্পাদনাশ্রেয়াংসনাথের প্রধান মন্দিরটি হল ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত বারাণসীর সারনাথ অঞ্চলের দিগম্বর জৈন শ্রেয়াংসনাথ মন্দির।
ছবি
সম্পাদনা-
দিগম্বর জৈন মন্দির চত্বরের প্রবেশপথ
-
দিগম্বর জৈন মন্দির, সিংহপুরী, সারনাথ, বারাণসী। এটি শ্রেয়াংসনাথের জন্মস্থান হিসেবে পরিচিত।
-
দিগম্বর জৈন মন্দিরের অন্তর্ভাগ, সারনাথ
-
জৈন মিনিয়েচার চিত্রকলায় শ্রেয়াংসনাথ, গুজরাত, ১৮শ শতাব্দী। কাগজের উপর গৌচ ও রুপো
-
শ্রেয়াংসনাথ টঙ্ক শিখরজি
-
শ্রেয়াংসনাথ টঙ্কে পদচিহ্ন, শিখরজি
See also
সম্পাদনাউইকিমিডিয়া কমন্সে শ্রেয়াংসনাথ সংক্রান্ত মিডিয়া রয়েছে।
পাদটীকা
সম্পাদনা- ↑ ক খ Tukol 1980, পৃ. 31।
তথ্যসূত্র
সম্পাদনা- Tukol, T. K. (১৯৮০), Compendium of Jainism, Dharwad: Karnatak University