শ্রেয়াংসনাথ

১১শ জৈন তীর্থঙ্কর

জৈন বিশ্বতত্ত্ব অনুসারে, বর্তমান কালচক্রার্ধে (অবসর্পিণী যুগ) শ্রেয়াংসনাথ ছিলেন একাদশ জৈন তীর্থঙ্কর[] জৈনরা বিশ্বাস করেন, তিনি কর্মের সকল বন্ধন ছিন্ন করে একজন সিদ্ধে পরিণত হয়েছিলেন। সারনাথের কাছে সিংহপুরীতে ইক্ষ্বাকু বংশীয় রাজা বিষ্ণু ও রাণি বিষ্ণু দেবী ছিলেন শ্রেয়াংসনাথের পিতামাতা। ভারতীয় পঞ্জিকা অনুসারে, তিনি ফাল্গুন মাসের কৃষ্ণা দ্বিতীয়া তিথিতে জন্মগ্রহণ করেছিলেন।[]

শ্রেয়াংসনাথ
১১শ জৈন তীর্থঙ্কর
Shreyansanatha
শ্রেয়াংসনাথের বিগ্রহ, সারনাথ জৈন মন্দির
পূর্বসূরিশীতলনাথ
উত্তরসূরিবাসুপূজ্য
রাজপরিবার
রাজবংশ/বংশইক্ষ্বাকু
পরিবার
পিতামাতাবিষ্ণু (পিতা)
বিষ্ণুদ্রি (বিষ্ণা) (মাতা)
্কল্যাণক / গুরুত্বপূর্ণ ঘটনাবলি
জন্ম১০২১২ বছর আগে
সিংহপুরী
মোক্ষের স্থানসম্মেদ শিখর
বৈশিষ্ট্য
বর্ণসোনালি
প্রতীকগণ্ডার
উচ্চতা৮০ ধনুষ (২৪০ মিটার)
বয়স৮,৪০০,০০০ বছর আগে
কেবলকাল
যক্ষমনুজ
যক্ষিণীবৎসা

প্রধান মন্দির

সম্পাদনা

শ্রেয়াংসনাথের প্রধান মন্দিরটি হল ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত বারাণসীর সারনাথ অঞ্চলের দিগম্বর জৈন শ্রেয়াংসনাথ মন্দির

পাদটীকা

সম্পাদনা
  1. Tukol 1980, পৃ. 31।

তথ্যসূত্র

সম্পাদনা
  • Tukol, T. K. (১৯৮০), Compendium of Jainism, Dharwad: Karnatak University