শ্রীলঙ্কা মান সময়
শ্রীলঙ্কা প্রমাণ সময় (SLST) শ্রীলঙ্কার একটি সময় অঞ্চল। এটি ইউটিসি থেকে ৫ ঘণ্টা ৩০ মিনিট এগিয়ে, ইউটিসি+০৫:৩০।[১]
পুরা দেশে একই সময় মেনে চলা হয়। ১৮৮০ সাল থেকে সিলন বা শ্রীলঙ্কার সময় ইউটিসি+০৫:৩০ ও ইউটিসি+০৬:৩০ -এর মধ্যে ছিল।
১৮৮০ সালে সময় ছিল ইউটিসি+০৫:৩০। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, জানুয়ারী ১৯৪২ সালে, জাপানিদের সিলন আক্রমণের শেষপ্রান্তে সময় ইউটিসি+০৬:০০তে পরিবর্তন করা হয়। সেপ্টেম্বর ১৯৪২ সালে, এটি আগও এগিয়ে ইউটিসি+০৬:৩০ করা হয়।
বিশ্বযুদ্ধের শেষে ১৯৪৫ সালে, সিলন সময় ইউটিসি+০৫:৩০তে ফিরিয়ে নেয়, ভারতের সাথে একই সময় রাখার জন্য। মে ১৯৯৬ সালে, শ্রীলঙ্কাতে বিদ্যুৎ স্বল্পতার কারণে দিবালোক সংরক্ষণ সময় চালু হলে এটি পরিবর্তন করে ইউটিসি+০৬:৩০ করা হয়। অক্টোবর ১৯৯৬ সালে, সময় আধা ঘণ্টা এগিয়ে ইউটিসি+০৬:০০ নির্ধারণ হয়। যদিও, এপ্রিল ২০০৬ -এ এটিকে পুনরায় ইউটিসি+০৫:৩০ ফিরিয়ে আনা হয়। সরকার আশা করেছিল, সময় পরিবর্তনের সাথে এই দ্বীপটি ভারতের সাথে থাকবে। স্যার আর্থার সি ক্লার্ক, যিনি ঐ সময়ে শ্রীলঙ্কাতে অবস্থান করছিলেন, তিনি এই পরিবর্তনের বিরোধিতা করে বলেন, এর ফলে যারা বহির্বিশ্বের সঙ্গে যুক্ত, তাদের প্রত্যেকের অসুবিধা হবে।[২]
বর্তমানে, শ্রীলঙ্কাতে দিবালোক সংরক্ষণ সময় পালন করা হয় না, যদিও এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময়কালে ছিল।
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Sri Lanka Time"। GreenwichMeanTime.com। ২০১০-০২-২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১০-০৩-০২।
- ↑ "Clarke in protest at Sri Lanka time zone switch"। telegraph। সংগ্রহের তারিখ ২০১৪-১০-১১।