শ্রীলঙ্কা সশস্ত্র বাহিনী
(শ্রীলঙ্কার সামরিক বাহিনী থেকে পুনর্নির্দেশিত)
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। |
শ্রীলঙ্কার সামরিক বাহিনী শ্রীলঙ্কা সেনাবাহিনী, শ্রীলঙ্কা নৌবাহিনী এবং শ্রীলঙ্কা বিমানবাহিনী - এই তিনটি অংশ নিয়ে গঠিত। এই তিন বাহিনী শ্রীলঙ্কার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন। বর্তমানে এই সামরিক বাহিনীর আয়তন প্রায় ৪,০০,০০০ নিয়মিত সৈন্য। বাহিনীগুলোতে সদস্যভুক্তি পদ্ধতি স্বেচ্ছামূলক এবং বয়সসীমা ১৮ বছর।
শ্রীলঙ্কা সশস্ত্র বাহিনী | |
---|---|
সার্ভিস শাখা | শ্রীলঙ্কা সেনাবাহিনী শ্রীলঙ্কা নৌবাহিনী শ্রীলঙ্কা বিমানবাহিনী |
নেতৃত্ব | |
কমান্ডার ইন চিফ | President Mahinda Rajapakse |
Minister of Defence, Public Security, Law & Order | President Mahinda Rajapakse |
Chief of the Defence Staff | Air Chief Marshal Donald Perera |
লোকবল | |
সেনাবাহিনীর বয়স | 18-49 years of age (2001) |
সামরিক বাহিনীতে সেবাদানে সক্ষম |
4,933,217 (2005 est.) পুরুষ, বয়স 15–49, 5,153,597 মহিলা, বয়স ১৫-৪৯ |
সেনাবাহিনীতে যোগদানের উপযুক্ত |
3,789,627 পুরুষ, বয়স 15–49, 4,281,043 মহিলা, বয়স ১৫-৪৯ |
বছরে সামরিক বয়সে পৌছায় |
Males: 174,049 Females: 167,201 (2005 est.) |
সক্রিয় কর্মিবৃন্দ | 157,900 (ranked 35th) |
সংরক্ষিত কর্মিবৃন্দ | 50,000 volunteer reserve |
ব্যয় | |
বাজেট | FY 2004 - ranked 74th US $ 1.48 billion (2008 est.) |
শতকরা জিডিপি | 5% (2008 est.) |
এই বাহিনী পুরোপুরি যুদ্ধাবস্থায় ছিলো শ্রীলঙ্কার গৃহযুদ্ধের কারণে; ২০০৯ সালে গৃহযুদ্ধ শেষ হয় এবং শ্রীলঙ্কা সামরিক বাহিনী লিবারেশন টাইগার্স অব তামিল ঈলম নামের একটি উগ্র বিচ্ছিন্নতাবাদী সংগঠনের বিরুদ্ধে লড়াইয়ে জয়লাভ করে।