শ্রীলক্ষ্মী গোবর্ধন

শ্রীলক্ষ্মী গোবর্ধনন [][] একজন ভারতীয় কুচিপুড়ি শিল্পী। তিনি গুরু শ্রী পসুমার্থী রত্তাইয়া সরমা-র শিষ্য। তিনি নৃত্যে তাঁর পদচারণা এবং অভিনয়ের (অভিনয়ের কৌশল) জন্য পরিচিত।

শ্রীলক্ষ্মী গোবর্ধনন
ശ്രീലക്ഷ്മി ഗോവർധനൻ
জন্ম (1980-06-01) ১ জুন ১৯৮০ (বয়স ৪৪)
জাতীয়তাভারতীয়
পেশাকুচিপুড়ি, শিল্পী, শিক্ষক
কর্মজীবন২০০১–বর্তমান

তিনি কুচিপুড়িতে গুরু পসুমার্থী রত্তাইয়া সরমা, শ্রীমতী বৈজয়ন্তী কাশী এবং শ্রীমতী মঞ্জু বার্গগাভী-র মতো বিশিষ্ট গুরুর অধীনে প্রশিক্ষণ পেয়েছিলেন। শ্রীলক্ষ্মী এমন এক বিরল শিল্পী যিনি কুচিপুড়ির মূলের সন্ধান করেছিলেন এবং শ্রী পাসুমার্থী রত্তাইয়া সরমার মতো খাঁটি শিল্পীর কাছ থেকে তাঁর কুচিপুড়ি শেখার সৌভাগ্য হয়েছিল। কেরালার একজন শিল্পী হয়ে অন্ধ্রের কুচিপুড়ি গ্রামে ধ্রুপদী শিল্পকর্ম শিখতে তাঁকে অনেক পরিশ্রম করতে হয়েছিল এবং নিষ্ঠা ও অধ্যবসায় প্রয়োজন হয়েছিল। তাঁর কাছে শিল্পের রূপটি দ্বিতীয় ত্বকের মতো। শ্রীলক্ষ্মী গোবর্ধনন কুচিপুড়ির চারুতা ও সৌন্দর্যকে জীবন্ত করার দক্ষতার জন্য ব্যাপক প্রশংসিত। তাঁকে "একজন নৃত্যশিল্পী যিনি অভিনয়ের শক্তি ব্যবহার করেছেন" হিসাবে বর্ণনা করা হয়েছে।

শিক্ষাগত যোগ্যতা

সম্পাদনা

কুচিপুড়ি কর্মশালা অনুষ্ঠিত

সম্পাদনা
  • কুচিপুড়ি কর্মশালা, মাহে,পুদুচেরির কেন্দ্রশাসিত অঞ্চলের অধীনে
  • কুচিপুড়ি কর্মশালা, কোট্টাক্কাল, কেরালা তে এসপিআইসিএমএসিএওয়াই এর জন্যে, ২০১৫
  • কুচিপুড়ি কর্মশালা, এরনাকুলাম এ (২০১১)।
  • কুচিপুড়ি কর্মশালা, সুইটজারল্যান্ড এ (২০০৭)
  • কুচিপুড়ি কর্মশালা, কালিকট এ, চিন্মায়া মিশন এর জন্যে(২০১০)।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Kaladharan, V. (২০১৫-১০-২৯)। "Evocative expressions"The Hindu (ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0971-751X। সংগ্রহের তারিখ ২০২১-০৩-০৫ 
  2. M, Athira (২০১৮-১১-০১)। "Sreelakshmy Govardhanan on understanding Kuchipudi"The Hindu (ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0971-751X। সংগ্রহের তারিখ ২০২১-০৩-০৫ 

বহিঃসংযোগ

সম্পাদনা