শ্রব্যকাব্য
যে সকল সাহিত্য( গদ্যকাব্য , পদ্যকাব্য ও চম্পুকাব্য ) পাঠ করে শ্রবণ করা হয় তাকে শ্রব্যকাব্য বলে। সংস্কৃত সাহিত্যে কাব্যের দুটি প্রধান শাখার মধ্যে একটি শ্রব্যকাব্য এবং অপরটি দৃশ্যকাব্য।[১]
উৎপত্তি
সম্পাদনাসংস্কৃতে কাব্য চর্চা যখন থেকে শুরু হয়, তখন থেকেই শ্রব্যকাব্য বিষয়টা কাব্যের সাথে জুড়ে যায়। সংস্কৃত ভাষায় রচিত প্রাচীনতম প্রামাণ্য রচনা হল হিন্দু ধর্মগ্রন্থ ঋগ্বেদ। খ্রিষ্টপূর্ব দ্বিতীয় সহস্রাব্দের মধ্য থেকে শেষ ভাগের মধ্যবর্তী সময়ে এই গ্রন্থ রচিত হয়। পরর্বতীতে বাল্মীকি , কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস , অশ্বঘোশ , কালিদাস , ভট্টি , শ্রীহর্ষ ইত্যাদি অনেক কবির রচনা শ্রব্যকাব্যকে সমৃদ্ধ করেছে।[২]