শ্যামলী (কাব্যগ্রন্থ)
শ্যামলী রবীন্দ্রনাথ ঠাকুর কর্ত্তৃক গদ্য ছন্দে রচিত একটি বাংলা কাব্যগ্রন্থ।[১][২][৩] এটি ১৯৩৬ খ্রীস্টাব্দে প্রকাশিত হয়।[২][৩] এটি রবীন্দ্রনাথের কাব্য রচনার "অন্ত্যপর্ব"-এর অন্তর্গত একটি উল্লেখযোগ্য সৃষ্টি।[২] এতে সর্বমোট ২১-টি কবিতা রয়েছে।[৪]
উৎসর্গীকরণ
সম্পাদনারবীন্দ্রনাথ "শ্যামলী" কাব্যগ্রন্থটি শ্রীমতী রানী মহলানবীশকে উৎসর্গ করেছেন।[৫]
কবিতার তালিকা
সম্পাদনা"শ্যামলী" কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতাগুলো হল[৪]–
১. দ্বৈত
২. শেষ পহরে
৩. আমি
৪. সম্ভাষণ
৫. স্বপ্ন
৬. প্রাণের রস
৭. হারানো মন
৮. চিরযাত্রী
৯. বিদায়বরণ
১০. তেঁতুলের ফুল
১১. অকাল ঘুম
১২. কনি
১৩. বাঁশিওয়ালা
১৪. মিলভাঙা
১৫. হঠাৎ-দেখা
১৬. কালরাত্রে
১৭. অমৃত
১৮. দুর্বোধ
১৯. বঞ্চিত
২০. অপর পক্ষ
২১. শ্যামলী
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "কবিতা | রবীন্দ্র রচনাবলী"। rabindra-rachanabali.nltr.org। সংগ্রহের তারিখ ২০২০-০৭-০৬।
- ↑ ক খ গ বাংলা সাহিত্যের ইতিবৃত্ত, ড. দুলাল চক্রবর্তী, জুলাই - ২০০৭, বাণী বিতান।
- ↑ ক খ "রবীন্দ্রনাথ ঠাকুর"। Bengali Grammar। বাংলা ব্যাকরণ (ইংরেজি ভাষায়)। ২০১৮-০৫-৩১। সংগ্রহের তারিখ ২০২০-০৭-০৬।
- ↑ ক খ শ্যামলী – রবীন্দ্র রচনাবলী
- ↑ "শ্যামলী - উৎসর্গ, ১ | রবীন্দ্র রচনাবলী"। rabindra-rachanabali.nltr.org। সংগ্রহের তারিখ ২০২০-০৭-০৬।