শ্যামলী পরিবহন

পরিবহন সংস্থা

শ্যামলী পরিবহন (শ্যামলী এন আর ট্রাভেলস) বাংলাদেশের একটি অন্যতম আন্তঃজেলা পরিবহন সংস্থা। বাংলাদেশের বিভিন্ন জেলা ছাড়াও ভারতের কলকাতা, আগরতলা, শিলিগুড়ি, তামিলনাড়ুকর্ণাটকতে নিয়মিত যাত্রী পরিবহন করে সংস্থাটি।[]

শ্যামলী পরিবহন
শ্যামলী এন আর ট্রাভেলস
logo
স্লোগান"পরিবহন জগতে আভিজাত্যের প্রতীক"
সংস্থাপিত১৯৭৩[][]
প্রধান কার্যালয়শ্যামলী, মোহাম্মদপুর, ঢাকা
পরিসেবিত এলাকা
পরিসেবার ধরনযাত্রী পরিবহন
প্রধান নির্বাহীগণেশ চন্দ্র ঘোষ
ওয়েবসাইটwww.shyamoliparibahan-bd.com

ইতিহাস

সম্পাদনা

পাবনা জেলার সাধারণ স্কুটারচালক গণেশ চন্দ্র ঘোষ ১৯৭৩ সালে শ্যামলী পরিবহন প্রতিষ্ঠা করেন।[][] তার স্কুটার বিক্রির টাকায় কেনা শ্যামলী পরিবহনের প্রথম বাস চালানো হতো রাজশাহী-নগরবাড়ী সড়কে। ১৯৭৯ সালে ঢাকা-পাবনা রুটে বাস চালানোর মাধ্যমে আন্তঃজেলা পরিবহন পরিসেবা শুরু করে।[] এরপর পর্যায়ক্রমে শ্যামলীর ব্যবসা বিস্তৃত হয়। ১৯৯৯ সালে আন্তর্জাতিক রুটে বাস চালানো শুরু করে শ্যামলী।

পরিসেবা

সম্পাদনা

শ্যামলী পরিবহন বর্তমানে বাংলাদেশের প্রায় ৪০টি জেলায় পরিবহন সেবা প্রদান করে।[] এছাড়াও ঢাকা ও চট্টগ্রাম থেকে কলকাতা, আগরতলা, শিলিগুড়ি, তামিলনাড়ুকর্ণাটকতে নিয়মিত যাত্রী পরিবহন করে। সম্প্রতি পরীক্ষামূলকভাবে ঢাকা-কাঠমান্ডু রুটে যাত্রী পরিবহন করে শ্যামলী।[][]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "শ্যামলী পরিবহনের নাম অন্যদের ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা"প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০১৯ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "শ্যামলী পরিবহনের নাম অন্য কারো ব্যবহারে নিষেধাজ্ঞা"। জাগোনিউজ২৪। ২২ জানুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০১৯ 
  3. "শ্যামলী পরিবহন ওয়েবসাইট হোমপেইজ"। শ্যামলী পরিবহন। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০১৯ 
  4. "কুমিল্লা মহাসড়কে আতঙ্কের নাম শ্যামলী পরিবহন"। জাগোনিউজ২৪। ২৫ আগস্ট ২০১৮। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০১৯ 
  5. "BBIN initiative: Dhaka-Kathmandu trial bus service on April 27" (ইংরেজি ভাষায়)। ঢাকা ট্রিবিউন। ৩০ মার্চ ২০১৮। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০১৯ 
  6. "Dhaka-Kathmandu bus service begins on test" (ইংরেজি ভাষায়)। দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস। ২৩ এপ্রিল ২০১৮। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০১৯ 

বহিঃসংযোগ

সম্পাদনা