শোল্লা ইউনিয়ন
ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন
শোল্লা ইউনিয়ন বাংলাদেশের ঢাকা বিভাগের ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।[১]
শোল্লা ইউনিয়ন | |
---|---|
ইউনিয়ন | |
৫নং শোল্লা ইউনিয়ন পরিষদ। | |
বাংলাদেশে শোল্লা ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°৪২′৩৪.৮৭৭″ উত্তর ৯০°১০′১৪.৫২০″ পূর্ব / ২৩.৭০৯৬৮৮০৬° উত্তর ৯০.১৭০৭০০০০° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ঢাকা বিভাগ |
জেলা | ঢাকা জেলা |
উপজেলা | নবাবগঞ্জ উপজেলা, ঢাকা |
সরকার | |
• চেয়ারম্যান | মিজানুর রহমান ভূঁইয়া কিসমত |
আয়তন | |
• মোট | ৩৮.২৮ বর্গকিমি (১৪.৭৮ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ৩৮,০০৭জন |
সাক্ষরতার হার | |
• মোট | ৪৬% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
আয়তন ও জনসংখ্যা
সম্পাদনাগ্রামের সংখ্যা: ৩০টি
মৌজার সংখ্যা: ১৩টি
মোট জনসংখ্যা: প্রায় ৩৮,০০৭ জন।
শিক্ষা
সম্পাদনাসাক্ষরতার হার: ২০০১ এর জরিপ অনুযায়ী সাক্ষরতার হার ৪৬%।
শিক্ষা প্রতিষ্ঠান:
- সরকারী প্রাথমিক বিদ্যালয়: ১৪টি
- বে-সরকারী রেজি:প্রাথমিক বিদ্যালয়: ০৩টি
- উচ্চ বিদ্যালয়: ০৬টি।
দর্শনীয় স্থান
সম্পাদনাব্রজ নিকেতন (জজ বাড়ি):
জনপ্রতিনিধি
সম্পাদনাবর্তমান চেয়ারম্যান: মিজানুর রহমান ভূঁইয়া কিসমত ।
প্রাক্তন চেয়ারম্যানগণের তালিকা:
চেয়ারম্যানের নাম | দায়িত্বকাল |
বোরহান উদ্দিন খাঁন (চুনীমিয়া) | ১৯৬০-১৯৬৫ |
মাহবুবুর রহমান (তারামিয়া) | ১৯৬৫-১৯৭২ |
দেওয়ান জালালউদ্দিন আহমেদ | ১৯৭৩- |
বোরহান উদ্দিন খাঁন | ১৯৭৬-১৯৮৪ |
এম.এ. ওয়াহাব | ১৯৮৪- |
দেওয়ান সিরাজ উদ্দীন আহমেদ | ১৯৮৮- |
নোয়াব আলী | ১৯৯২- |
মিজানুর রহমান ভূঁইয়া কিসমত | ১৯৯৮-২০১১ |
মোহাম্মাদ ফজলুল হক | ২০১১ |
দেওয়ান তুহিনুর রহমান |
গ্রামসমূহের নাম
সম্পাদনাআইকবাড়ী, আওনা, আজগড়া, আবদানী, উত্তর বালুখন্ড, উলাইল, কাতিকপুর, কোন্ডা, কুমল্লী, খতিয়া, চকআওনা, চকসিংহড়া, চকোরিয়া, ঝনঝনিয়া, দওখন্ড, দক্ষিণ-পূর্ব সিংহড়া, দক্ষিণ বালুখন্ড, দুধঘাটা, নয়াহাটী, পাতিলঝাপ, পারাশুরা, বোয়ালী, মদনমোহনপুর, মহিষদিয়া, শোলানগর, শোল্লা, সিংজোর, সিংহড়া, সুলতানপুর, হায়াতকান্দা।[২]
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "শোল্লা ইউনিয়ন"। shollaup.dhaka.gov.bd। ২০২১-০৭-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৭-২৬।
- ↑ "শোল্লা ইউনিয়ন, বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন"। ২৬ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০২১।
বহিঃসংযোগ
সম্পাদনাওয়েবসাইট ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৬ জুলাই ২০২১ তারিখে