শৈলকুপা শাহী মসজিদ
বাংলাদেশের একটি মসজিদ
শৈলকুপা শাহী মসজিদ ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলায় কুমার নদের তীরে অবস্থিত একটি মুঘল আমলর শাহী মসজিদ। দক্ষিণবঙ্গে সুলতানি আমলের স্থাপত্যকীর্তির একটি উল্লেখযোগ্য নিদর্শন। এ মসজিদটি নাসিরউদ্দিন বুগরা খানের শাসনামলে নির্মিত হয়েছিল।[১][২]
শৈলকুপা শাহী মসজিদ Shailkupa Shahi Mosque | |
---|---|
ধর্ম | |
অন্তর্ভুক্তি | ইসলাম |
জেলা | ঝিনাইদহ জেলা |
মালিকানা | বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর |
অবস্থান | |
অবস্থান | শৈলকুপা উপজেলা |
দেশ | বাংলাদেশ |
স্থানাঙ্ক | ২৩°৪১′১১″ উত্তর ৮৯°১৪′২৯″ পূর্ব / ২৩.৬৮৬৪৩৪৩° উত্তর ৮৯.২৪১৩৫২৩° পূর্ব |
স্থাপত্য | |
প্রতিষ্ঠাতা | নাসির শাহ[১] |
প্রতিষ্ঠার তারিখ | ১৫৩২ খ্রিষ্টাব্দ[১][২] |
গম্বুজসমূহ | ০৭টি |
ইতিহাস
সম্পাদনাধারণা করা হয়, ভারতে মুঘল শাসন প্রতিষ্ঠিত হওয়ার পূর্বে ১৫২৩-১৫২৪ সালের মধ্যে সুলতান আলাউদ্দিন হোসেন শাহের পুত্র নাসির শাহ এই মসজিদটি নির্মাণ করেন।[১][২]
বর্তমানে মসজিদের মূল প্রবেশ পথ এবং মিনারগুলো পরবর্তী সংস্কারের সময় সংযোজন করা হয়েছে। এখানে দরবেশ আরব শাহ্-এর মাজার রয়েছে।[১][২]
চিত্রশালা
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনাউইকিমিডিয়া কমন্সে শৈলকুপা শাহী মসজিদ সংক্রান্ত মিডিয়া রয়েছে।