শেরুল আজম

শিবলী নোমানীর বই

শেরুল আজম (উর্দু: شعر العجم‎‎) উপমহাদেশের ফার্সি কবিদের জীবনী ও তাদের সাহিত্যকর্ম নিয়ে রচিত শিবলী নোমানীর একটি ঐতিহাসিক ও সাহিত্য সমালোচনামূলক গ্রন্থ।[][] ৫ খণ্ডে রচিত এই গ্রন্থটির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় খণ্ডে ফার্সি কবিতার উৎপত্তি ও ক্রমবিকাশ দেখানো হয়েছে। কবিদের মধ্য থেকে চব্বিশ জন কবি সম্পর্কে আলোচনা করা হয়েছে। তাদের জীবনী ও কবিতা উল্লেখ করে পর্যালোচনা করা হয়েছে। চতুর্থ খণ্ডে কাব্যের রূপ ও ফার্সি কাব্যের সৌন্দর্য ও ত্রুটি আলোচনা করা হয়েছে। পঞ্চম খণ্ডে কাব্যের বিভিন্ন শাখা, ইশক, চরিত্র, দর্শন, তাসাউফ ইত্যাদি আলোকপাত করা হয়েছে। প্রথম খণ্ডের কাজ শুরু করেন ১৯০৬ সালের ৬ মার্চ। দেড় বছর পর ৬ সেপ্টেম্বর ১৯০৭ সালে তা শেষ করেন। আর এটি প্রকাশ পায় ১৯০৮ সালে। একই বছর দ্বিতীয় খণ্ডের কাজ শুরু করেন। ১৯০৯ সালে দ্বিতীয় খণ্ড ছাপা হয়। ১৯১০ সালে তৃতীয় ও ১৯১২ সালে চতুর্থ খণ্ড প্রকাশিত হয়। ৫ম খণ্ড লিখে যান তার জীবদ্দশায় কিন্তু প্রকাশিত হয় তার মৃত্যুর পর ১৯১৮ সালে সুলাইমান নদভীর তত্ত্বাবধানে। মূল গ্রন্থের পৃষ্ঠা সংখ্যা ১১০০।[]

শেরুল আজম
মূল অখণ্ড সংস্করণের প্রচ্ছদ
লেখকশিবলী নোমানী
মূল শিরোনামউর্দু: شعر العجم‎‎
দেশব্রিটিশ ভারত
ভাষাউর্দু
বিষয়সাহিত্য সমালোচনা
ধরনফার্সি সাহিত্য
প্রকাশিত১৯০৬—১৯১৮
প্রকাশকদারুল মুসান্নিফীন শিবলী একাডেমি
মিডিয়া ধরনশক্তমলাট
পৃষ্ঠাসংখ্যা১১০০
ওসিএলসি২৩৪৮৫৪৯৩

মূল্যায়ন

সম্পাদনা

গ্রন্থটি মূল্যায়ন করে অধ্যাপক নজির আহমদ বলেন,

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা

উদ্ধৃতি

সম্পাদনা
  1. নাবিল আহমদ, ডক্টর (৩১ ডিসেম্বর ২০১৬)। "شبلی نعمانی تہذیب و ثقافت کے مباحث (شعر العجم کے تناظر میں)" [শিবলী নোমানীর সভ্যতা ও সংস্কৃতি নিয়ে আলোচনা (শেরুল আজিম প্রসঙ্গে)]। ইমতেজাজ (ইংরেজি ভাষায়)। (১): ১৬৬–২১৯। 
  2. তাজি, আনজুম (৫ জানুয়ারি ২০১৮)। "শেরুল আজিমের গুরুত্ব"সামাহি আলমি উর্দু আদব: ৫৬–৬৪। আইএসএসএন 2394-7624 
  3. গোলাম রব্বানী, ডক্টর (২০১৪)। উর্দু সাহিত্যে খ্যাতিমান আলিমদের অবদান (১৮৫৭ - ১৯৪৭)। বাংলাবাজার, ঢাকা: মাকতাবাতুত তাকওয়া। পৃষ্ঠা ৫৩–৬৩। আইএসবিএন 9789849039107 
  4. মাহমুদ, মিনহাজ উদ্দীন (২০১৬)। উর্দু সাহিত্যে আল্লামা শিবলী নোমানীর অবদান (গবেষণাপত্র)। উর্দু বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। পৃষ্ঠা ১২৮। 

গ্রন্থপঞ্জি

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা