শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমী
স্কুল
শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমী ১৮৮৭ সালে তৎকালীন ব্রিটিশ ভারতে প্রতিষ্ঠিত একটি উচ্চ বিদ্যালয়। এটি বাংলাদেশের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম। শুধুমাত্র ছেলেরাই এ বিদ্যালয়ে অধ্যয়নের সুযোগ পায়। বিদ্যালয়টি শেরপুর শহরের কেন্দ্রস্থলে অবস্থিত। ১৯৮১ সালে বিদ্যালয়টি জাতীয়করণ করা হয়। এই সরকারি বিদ্যালয়টিতে ৩য় থেকে ১০ম শ্রেণি পর্যন্ত শিক্ষা প্রদান করা হয়। ম্যাট্রিক (বর্তমানের সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট বা এসএসসি) পরীক্ষায় এ বিদ্যালয়ের ছাত্ররা বাংলাদেশের জাতীয় পর্যায়ে নিয়মিত কৃতিত্বের পরিচয় দিয়ে আসছে।[১] বাংলাদেশের অনেক মেধাবী ব্যক্তি এ বিদ্যালয়ে পড়াশোনা করেছেন।[২]
শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমী | |
---|---|
ঠিকানা | |
শহিদ বুলবুল সড়ক , ২১০০ | |
স্থানাঙ্ক | ২৫°০১′১৭″ উত্তর ৯০°০১′০৫″ পূর্ব / ২৫.০২১২৮৭° উত্তর ৯০.০১৭৯২০° পূর্ব |
তথ্য | |
ধরন | সরকারি মাধ্যমিক বিদ্যালয় |
নীতিবাক্য | আমরা করব জয় |
প্রতিষ্ঠাকাল | ১৮৮৭ |
প্রতিষ্ঠাতা | জমিদার রায়বাহাদুর চারুচন্দ্র চৌধুরী |
প্রধান শিক্ষক | জনাব লূতফা বেগম (ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক) |
লিঙ্গ | ছেলে |
বয়সসীমা | ৯-১৭ |
রং | সাদা শার্ট এবং নীল প্যান্ট |
প্রাক্তন শিক্ষার্থী | এ. এন. এম. নূরুজ্জামান |
উল্লেখযোগ্য শিক্ষার্থী
সম্পাদনা- এ. এন. এম. নূরুজ্জামান, বীরউত্তম, সামরিক কর্মকর্তা ও মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমি জেলায় সেরা"। প্রথম আলো। ৩১ মে ২০১৫। সংগ্রহের তারিখ ৯ মে ২০২০।
- ↑ http://sherpurgovtvictoria.edu.bd[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]