শেনচেন মেট্রো
শেনচেন মেট্রো হল চীনের কুয়াংতুং প্রদেশের শেনচেন শহরের দ্রুতগামী গণপরিবহন ব্যবস্থা। গণপরিবহন ব্যবস্থাটি ২০০৪ সালের ২৮শে ডিসেম্বর জনসাধারণের জন্য খোলা হয়েছিল। বর্তমানে ব্যবস্থাটি ২০২১ সালের সম্প্রসারণের পরে ৪১১ কিলোমিটার (২৫৫ মাইল) রেলপথে ২৮৩ টি স্টেশন সহ ১১ টি রেলপথে রেল পরিষেবা পরিচালনা করে।[১][২]
শেনচেন মেট্রো ২০২২ সালের তথ্যানুসারে চীনের ৯ম দীর্ঘতম ও বিশ্বের ১০ম দীর্ঘতম মেট্রোরেল ব্যবস্থা। গণপরিবহন ব্যবস্থাতে ২০৩০ সালের মধ্যে ৮ টি এক্সপ্রেস ও ২৪ টি নন-এক্সপ্রেস সহ মোট ১,১৪২ কিলোমিটার রেলপথ অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করা হয়েছে।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "深圳地铁四线齐"开" 深圳地铁线网规模居全国第四"।
2号线三期与8号线一期为贯通运营区段,线路从既有2号线新秀站一直延伸至盐田路站,全长16.2公里。开通后,将成为横贯深圳东西的骨干线路,全长达51.93公里;3号线三期从益田延长至福保站,全长1.45公里;4号线三期由清湖北至牛湖站,长10.8公里。至此,深圳地铁全网里程达411公里,车站283座。
- ↑ "深圳地铁四条新线同步开通 _ 东方财富网"। finance.eastmoney.com। সংগ্রহের তারিখ ২০২০-১০-৩০।
বহিঃসংযোগ
সম্পাদনাউইকিমিডিয়া কমন্স সংক্রান্ত মিডিয়া রয়েছে:
- এসজেডএমসি (শেনচেন মেট্রো গ্রুপ) দাপ্তরিক ওয়েবসাইট ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১০ নভেম্বর ২০১৮ তারিখে (ইংরেজিতে)
- এমটিআর কর্পোরেশন (শেনচেন) দাপ্তরিক ওয়েবসাইট (শুধুমাত্র চীনা)