শেখ সাত্তার আলফা
শেখ সাত্তার আলফা(মৃত্যু: ২২ জুন ২০১৯) বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী একজন মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ চলাকালে সিরাজগঞ্জ থেকে প্রচারিত বেসরকারি রেডিও জয় বাংলা বেতার কেন্দ্রের প্রতিষ্ঠাতা।[১][২] এ বেতার কেন্দ্রের বর্তমান নাম স্বাধীন বাংলা বেতার কেন্দ্র।
শেখ সাত্তার আলফা আলফা | |
---|---|
সাত্তার | |
জন্ম | দিয়ারধানগড়া (কাচারিপাড়া) মহল্লা, সিরাজগঞ্জ সদর উপজেলা, সিরাজগঞ্জ জেলা |
মৃত্যু | ২২ জুন ২০১৯ সিরাজগঞ্জ শহরের কাচারিপাড়া মহল্লার বাসভবনে |
মৃত্যুর কারণ | বার্ধক্যজনিত |
জাতীয়তা | বাংলাদেশী |
মাতৃশিক্ষায়তন | ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় |
নিয়োগকারী | প্রতিষ্ঠাতা |
প্রতিষ্ঠান | জয় বাংলা বেতার কেন্দ্র |
পরিচিতির কারণ | বেতার সাংবাদিক |
আদি নিবাস | সিরাজগঞ্জ |
অবদান
সম্পাদনাসাত্তার জয় বাংলা বেতার কেন্দ্রের প্রতিষ্ঠাতা হিসেবে বেশ কিছু যন্ত্রাংশ তৈরিতে একক ও যৌথভাবে অংশ নেন। সিরাজগঞ্জের জ্যোতি চৌধুরী ও সাত্তারের তৈরি ২৫ মাইল ব্যাসার্ধজুড়ে বিস্তারিত ক্ষমতাসম্পন্ন রেডিও ট্রান্সমিটার এখন জাতীয় জাদুঘরে রয়েছে। ২৮ মার্চ স্বাধীনতার পক্ষে এই বেতারের প্রচার শুরু হয়। চূড়ান্ত বিজয় পর্যন্ত চলে এর অনিয়মিত সম্প্রচার কার্যক্রম। মুক্তিযুদ্ধ জাদুঘরে তার তৈরি রেডিও স্টেশনের কিছু যন্ত্রাংশ তার নামে সংরক্ষিত রয়েছে।[৩] মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধা ও স্থাধীনতাকামী মানুষের মনোবলকে উদ্দীপ্ত করতে "জয় বাংলা বেতার কেন্দ্র" অবিস্মরণীয় ভূমিকা রেখেছিল। যুদ্ধের সময়ে প্রতিদিন মানুষ অধীর আগ্রহে এ বেতার কেন্দ্রের অনুষ্ঠান শোনার জন্য অপেক্ষা করত। “জয় বাংলা, বাংলার জয়” গানটি এ বেতার কেন্দ্রের সূচনা সঙ্গীত হিসাবে প্রচারিত হয়েছিলো।[৪]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ BanglaNews24.com। "চলে গেলেন জয়বাংলা বেতার কেন্দ্রের প্রতিষ্ঠাতা সাত্তার"। banglanews24.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-২৬।
- ↑ Team, Samakal Online। "জয়বাংলা বেতারের প্রতিষ্ঠাতা সাত্তার আলফা আর নেই"। সমকাল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-২৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "মুক্তিযুদ্ধ জাদুঘরে আজও জীবন্ত বিসর্জন ও অর্জন"। NTV Online। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-২৬।
- ↑ মুহাম্মদ নূরুল কাদির, দুশো ছেষট্টি দিনে স্বাধীনতা, ১৯৯৭, ৩য় সংস্করণ, সিটি পাবলিশিং হাউস লি:, ঢাকা। পৃ: ৭৩।