শেখ মো. সাজ্জাত আলী
শেখ মো. সাজ্জাত আলী বাংলাদেশ পুলিশের একজন কর্মকর্তা। বর্তমানে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৩৮তম কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন।[১][২]
প্রাথমিক ও কর্মজীবন
সম্পাদনাশেখ সাজ্জাত আলীর জন্ম ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলায়। তিনি ১৯৮৪ সালে বিসিএস পুলিশ ক্যাডারে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। কর্মজীবনের তিনি পুলিশের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন। তিনি ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ও লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার ছিলেন।[৩]
পরবর্তীকালে তিনি চট্টগ্রাম ও ঢাকা রেঞ্জের ডিআইজি, হাইওয়ে পুলিশের ডিআইজি এবং অতিরিক্ত আইজিপি হিসেবে পুলিশ সদর দপ্তরে দায়িত্ব পালন করেন। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি চাকুরি হারান। ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী অন্তর্বর্তী সরকার ১৭ নভেম্বর জারিকৃত এক প্রজ্ঞাপনের তাকে ২০১৬ সালের ৩ সেপ্টেম্বর থেকে ভূতাপেক্ষভাবে চাকরিতে পুনর্বহাল করেন। এর আগে তিনি পুলিশ সংস্কার কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।[৪]
শেখ সাজ্জাত আলী ২০২৪ সালের ২০ নভেম্বর দুই বছর মেয়াদে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পুলিশ কমিশনার পদে চুক্তিভিত্তিক নিয়োগ লাভ করেন।[৫]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "ডিএমপির নতুন কমিশনার সাজ্জাত আলী"। দ্য ডেইলি স্টার। ২০ নভেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০২৪।
- ↑ "ডিএমপির নতুন কমিশনার সাজ্জাত আলী"। রাইজিংবিডি.কম। ২০ নভেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০২৪।
- ↑ "নতুন ডিএমপি কমিশনার কে এই শেখ সাজ্জাদ আলী"। দৈনিক ভোরের কাগজ। ২০ নভেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০২৪।
- ↑ "ডিএমপির নতুন কমিশনার সাজ্জাত আলী"। প্রথম আলো। ২০ নভেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০২৪।
- ↑ "নতুন আইজিপি বাহারুল আলম, ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী"। ইন্ডিপেন্ডেন্ট টিভি। ২০ নভেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০২৪।