শেখ মুত্তালিব (১৫৯৬ - ১৬৬০) সপ্তদশ শতকের বাঙালি কবি। দশ বছর বয়সে পিতৃহীন হলে মৌ. রহমতুল্লাহ কর্তৃক প্রতিপালিত এবং তার কাছে শিক্ষা লাভ। শিক্ষাগুরু রহমতুল্লাহর আদেশে কিফায়তুল মুসল্লিন নামক গ্রন্থ রচনা। এ গ্রন্থটি দেশে সমাদৃত হয়েছিল। বাংলা ও আরবি উভয় হরফে গ্রন্থটির পাণ্ডুলিপি পাওয়া গেছে। অপর গ্রন্থের নাম কায়দানী কিতাব। আনুমানিক ১৬৬০ সালে মৃত্যুবরণ করেন।[]

শেখ মুত্তালিব
জন্ম১৫৯৬
মৃত্যু১৬৬০
জাতীয়তাবাংলাদেশী
পেশাকবি
পরিচিতির কারণবাঙালি কবি

তথ্যসূত্র

সম্পাদনা
  1. সেলিনা হোসেন ও নুরুল ইসলাম সম্পাদিত; বাংলা একাডেমী চরিতাভিধান; ফেব্রুয়ারি, ১৯৯৭; পৃষ্ঠা- ৩৮১।