শেখ পাশা হাবিব উদ্দিন
শেখ পাশা হাবিব উদ্দিন এসজিপি, এএফডব্লিউসি, পিএসসি। একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা। ২০১৭ সালের ১৯ ফেব্রুয়ারি তারিখে মেজর জেনারেল পদে পদোন্নতি লাভ করেন। তিনি সর্বশেষ বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ এর মহাপরিচালক ছিলেন। ইতিপূর্বে জাতীয় প্রতিরক্ষা কলেজ (বাংলাদেশ) এর সিনিয়র ডাইরেক্টিং স্টাফ হিসেবে দায়িত্ব পালন করছেন[১]। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাবেক মহাপরিচালক এবং বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরির (বিওফ) সাবেক কমান্ডার। [২][৩][৪]
শেখ পাশা হাবিব উদ্দিন | |
---|---|
জন্ম | ২০ নভেম্বর ১৯৬৭ |
আনুগত্য | বাংলাদেশ |
সেবা/ | বাংলাদেশ সেনাবাহিনী |
কার্যকাল | ১৯৮৭ - ২০২৩ |
পদমর্যাদা | মেজর জেনারেল |
ইউনিট | রেজিমেন্ট অফ আর্টিলারি |
নেতৃত্বসমূহ |
|
যুদ্ধ/সংগ্রাম | ইউএনওসিআই |
প্রাথমিক ও শিক্ষাজীবন
সম্পাদনাশেখ পাশা হাবিব উদ্দিনের জন্ম ২০ নভেম্বর ১৯৬৭ সালে বাংলাদেশের ফেনী জেলায়। ফৌজদারহাট ক্যাডেট কলেজ থেকে স্নাতক করেন এবং বাংলাদেশ সামরিক একাডেমির ১৬তম বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্সে যোগ দেন। ২৬ জুন ১৯৮৭ সালে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর কমিশন পান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ পাস করেন। বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ওয়ার স্টাডিজ ও ডিফেন্স স্টাডিজে মাস্টার ডিগ্রি অর্জন করেন। ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) এবং সামরিক বাহিনী কমান্ডও স্টাফ কলেজে কোর্স সম্পন্ন করেন। ২০০৬ সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্র নৌবাহিনীতে ক্যালিফোর্নিয়ার নেভি স্নাতকোত্তর স্কুল পরিচালিত সন্ত্রাসবাদের নাগরিক প্রতিক্রিয়া সম্পর্কে একটি কোর্স সম্পন্ন করেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্র সামরিক একাডেমিতে লিডারশীপ কোর্স সম্পন্ন করেন। [৫]
সামরিক জীবন
সম্পাদনাযুক্তরাজ্যের বাংলাদেশ দূতাবাসে প্রতিরক্ষা অ্যাটাচ হিসেবে কাজ করেন। দ্বিতীয় আর্টিলারি ব্রিগেড কমান্ডার ছিলেন। বর্ডার গার্ড বাংলাদেশে প্রথম ব্যাটালিয়নের অধিনায়ক হিসাবে দায়িত্ব পালন করেন। ইন্সট্রাক্টর ইন টি স্কুল অফ ইনফেন্ট্রি এন্ড ট্যাক্টিক্সে প্রশিক্ষক ছিল। প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালক। [৫] ৩১ এপ্রিল ২০১৭ সালে তিনি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক নিযুক্ত হন। [৬] ২০১৮ সালের ৬ জানুয়ারি তিনি ঘোষণা দেন যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৬০০,০০০ জন কর্মী পরবর্তী সাধারণ নির্বাচনে নিযুক্ত হবে। [৭]
জাতিসংঘ মিশন
সম্পাদনাবাংলাদেশী জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর কমান্ডার ছিলেন। ইউএনওসিআই এর ও কমান্ডার ছিলেন।
সম্মাননা
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "National Defence College"। www.ndc.gov.bd। সংগ্রহের তারিখ ২০২১-১১-০৭।
- ↑ "শেখ পাশা হাবিব উদ্দিন"। প্রিয়.কম (ইংরেজি ভাষায়)। ২০১৮-০২-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-১৯।
- ↑ "Major General Sheikh Pasha Habib Uddin"। The New Nation (ইংরেজি ভাষায়)। ২৮ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০১৮।
- ↑ "Hasina govt wants 'improved' gen elections"। দৈনিক প্রথম আলো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০১৮।
- ↑ ক খ "Ansar and VDP (In Bengali)"। ansarvdp.gov.bd (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০১৮।
- ↑ "Major General Pasha made new DG of Ansar"। theindependentbd.com। The Independent। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০১৮।
- ↑ "'600,000 Ansar, VDP men to be deployed in next polls'"। The Daily Sun (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০১৮।