শেখর রবজিয়ানি
শেখর রবজিয়ানি (জন্ম ২৯ নভেম্বর ১৯৭৮) হলেন একজন ভারতীয় সুরকার ও নেপথ্য সঙ্গীতশিল্পী। তিনি সঙ্গীত পরিচালক যুগল বিশাল-শেখরের একজন। এই সঙ্গীত যুগলের অংশ হিসেবে তিনি বলিউড, তামিল, তেলুগু, কন্নড় ও মারাঠি চলচ্চিত্রে কাজ করে থাকেন। তিনি হাসি তো ফাসি (২০১৪) চলচ্চিত্রের "জেহনসিব" গানে কণ্ঠ দিয়ে শ্রেষ্ঠ পুরুষ নেপথ্য কণ্ঠশিল্পী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কারের মনোনয়ন লাভ করেন।[১] এছাড়া তিনি বিভিন্ন টেলিভিশন সঙ্গীত প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করে থাকেন।
শেখর রবজিয়ানি | |
---|---|
প্রাথমিক তথ্য | |
জন্ম | ২৯ নভেম্বর ১৯৭৮ |
উদ্ভব | ভূজ, কচ্ছ জেলা, গুজরাত, ভারত |
ধরন | চলচ্চিত্রের সঙ্গীত, ভারতীয় পপ |
পেশা | সুরকার, সঙ্গীত পরিচালক, নেপথ্য সঙ্গীতশিল্পী |
কার্যকাল | ১৯৯৯-বর্তমান |
কর্মজীবন
সম্পাদনারবজিয়ানি বিজ্ঞাপনে কাজের মধ্য দিয়ে তার কর্মজীবন শুরু করেন। এই সময়ে তিনি হৃদয়নাথ মঙ্গেশকরের অধীনে সঙ্গীতের তালিম নিচ্ছিলেন। ১৯৯৭ সালে তার এক বন্ধুর উপদেশে তিনি সা রে গা মা পা অনুষ্ঠানে অডিশন দেন এবং নির্বাচিত হন।[২] পরে তিনি ১৯৯৯ সালে বিশাল দাদলানির সাথে যৌথভাবে বিশাল-শেখর যুগল গড়ে তুলেন। এই যুগল পরবর্তী অসংখ্য বলিউড চলচ্চিত্রে একসাথে কাজ করে। রবজিয়ানি ২০০৭ ও ২০১০ সালে সা রে গা মা পা অনুষ্ঠানের বিচারকের দায়িত্ব পালন করেন।
রবজিয়ানির গাওয়া কয়েকটি জনপ্রিয় গান হল "তুঝে ভুলা দিয়া", "বিন তেরে" ও "মেহেরবান"। তিনি ২০১৩ সালে চেন্নাই এক্সপ্রেস চলচ্চিত্রের "তিতলি" গানের জন্য শ্রেষ্ঠ গান রেকর্ডিং ও পুনর্মিশ্রণ বিভাগে মির্চি সঙ্গীত পুরস্কার অর্জন করেন।[৩] ২০১৪ সালে তিনি হাসি তো ফাসি চলচ্চিত্রের "জেহনসিব" গানে কণ্ঠ দিয়ে শ্রেষ্ঠ পুরুষ নেপথ্য কণ্ঠশিল্পী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কারের মনোনয়ন লাভ করেন।[৪] ২০১৬ সালে তিনি নীরজা চলচ্চিত্রে অভিনয় করেন। এই চলচ্চিত্রে তার ভূমিকা স্বল্পস্থায়ী হলেও তার অভিনয় প্রশংসিত হয়,[২] এবং তিনি শ্রেষ্ঠ আগামীর তারকা হিসেবে স্টারডাস্ট পুরস্কারের মনোনয়ন লাভ করেন।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "60th Britannia Filmfare Awards 2014 Live Updates on Times of India"। দ্য টাইমস অব ইন্ডিয়া। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০২০।
- ↑ ক খ ভাট, যেশা (২৬ ফেব্রুয়ারি ২০১৭)। "For me chilling means making music: Shekhar Ravjiani"। দ্য টাইমস অব ইন্ডিয়া (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০২০।
- ↑ পারান্দে, শ্বেতা (২৮ ফেব্রুয়ারি ২০১৪)। "Mirchi Music Awards 2014 winners: Shahrukh Khan, Farhan Akhtar honoured; Aashiqui 2 wins 7 trophies"। ইন্ডিয়া.কম (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০২০।
- ↑ "Nominations for the 60th Britannia Filmfare Awards"। ফিল্মফেয়ার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০২০।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে শেখর রবজিয়ানি (ইংরেজি)