শুজাউদ্দিন বাট
লেফটেন্যান্ট কর্নেল শুজাউদ্দিন বাট (উর্দু: شجاع الدین بٹ; জন্ম: ১০ এপ্রিল, ১৯৩০ - মৃত্যু: ৭ ফেব্রুয়ারি, ২০০৬) তৎকালীন ব্রিটিশ ভারতের পাঞ্জাবের লাহোর এলাকায় জন্মগ্রহণকারী পাকিস্তানি সেনা কর্মকর্তা ও আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন। ১৯৭১ সালের ভারত-পাকিস্তানের মধ্যকার যুদ্ধে আটক হন। পাকিস্তান ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯৫৪ থেকে ১৯৬২ সময়কালে পাকিস্তানের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।
ব্যক্তিগত তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | শুজাউদ্দিন বাট | |||||||||||||||||||||||||||||||||||||||
জন্ম | লাহোর, পাঞ্জাব, ব্রিটিশ ভারত (বর্তমানে - পাকিস্তান) | ১০ এপ্রিল ১৯৩০|||||||||||||||||||||||||||||||||||||||
মৃত্যু | ৭ ফেব্রুয়ারি ২০০৬ লন্ডন, ইংল্যান্ড | (বয়স ৭৫)|||||||||||||||||||||||||||||||||||||||
ব্যাটিংয়ের ধরন | ডানহাতি | |||||||||||||||||||||||||||||||||||||||
বোলিংয়ের ধরন | স্লো লেফট-আর্ম অর্থোডক্স | |||||||||||||||||||||||||||||||||||||||
ভূমিকা | অল-রাউন্ডার | |||||||||||||||||||||||||||||||||||||||
আন্তর্জাতিক তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||
জাতীয় দল |
| |||||||||||||||||||||||||||||||||||||||
টেস্ট অভিষেক (ক্যাপ ১৭) | ১০ জুন ১৯৫৪ বনাম ইংল্যান্ড | |||||||||||||||||||||||||||||||||||||||
শেষ টেস্ট | ২ ফেব্রুয়ারি ১৯৬২ বনাম ইংল্যান্ড | |||||||||||||||||||||||||||||||||||||||
ঘরোয়া দলের তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||
বছর | দল | |||||||||||||||||||||||||||||||||||||||
১৯৪৭ | উত্তর ভারত | |||||||||||||||||||||||||||||||||||||||
১৯৪৭ | পাঞ্জাব | |||||||||||||||||||||||||||||||||||||||
১৯৪৮ - ১৯৫২ | পাঞ্জাব বিশ্ববিদ্যালয় | |||||||||||||||||||||||||||||||||||||||
১৯৫৩ - ১৯৬৪ | কম্বাইন্ড সার্ভিসেস | |||||||||||||||||||||||||||||||||||||||
১৯৫৮ - ১৯৬০ | বাহাওয়ালপুর | |||||||||||||||||||||||||||||||||||||||
১৯৬৬ | রাওয়ালপিন্ডি | |||||||||||||||||||||||||||||||||||||||
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ৬ মে ২০২০ |
ঘরোয়া প্রথম-শ্রেণীর পাকিস্তানি ক্রিকেটে বাহাওয়ালপুর, পাঞ্জাব বিশ্ববিদ্যালয়, রাওয়ালপিন্ডি সার্ভিসেস ও উত্তর ভারত দলের প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ অল-রাউন্ডার হিসেবে খেলতেন। ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি স্লো লেফট আর্ম অর্থোডক্স বোলিংয়ে পারদর্শী ছিলেন শুজাউদ্দিন নামে পরিচিত শুজাউদ্দিন বাট তিনি।
প্রথম-শ্রেণীর ক্রিকেট
সম্পাদনাভদ্র ও বিনয়ী স্বভাবের ছিলেন তিনি। লাহোরের ইসলামিয়া কলেজে পড়াশুনো করেছিলেন তিনি। ১৯৪৬-৪৭ মৌসুম থেকে ১৯৬৯-৭০ মৌসুম পর্যন্ত শুজাউদ্দিন বাটের প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান ছিল। লেফট-আর্ম স্পিন বোলিং করে ১০১টি প্রথম-শ্রেণীর খেলায় অংশ নিয়ে ৩১৯ উইকেট ও ৩,৪৯০ রান তুলেছিলেন।
সমগ্র খেলোয়াড়ী জীবনে উনিশটি টেস্টে অংশগ্রহণ করেছেন শুজাউদ্দিন বাট। ১০ জুন, ১৯৫৪ তারিখে লর্ডসে স্বাগতিক ইংল্যান্ড দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। ২ ফেব্রুয়ারি, ১৯৬২ তারিখে করাচীতে একই দলের বিপক্ষে সর্বশেষ টেস্টে অংশ নেন তিনি।
১৯৫৫ সালে পাকিস্তান দলের সদস্যরূপে ভারত গমন করেন। সমগ্র টেস্ট খেলোয়াড়ী জীবনে ২০ উইকেট লাভ করেন। এছাড়াও, ২৯৫ রান তুলেছিলেন তিনি।
অবসর
সম্পাদনাক্রিকেট খেলা থেকে অবসর গ্রহণের পর জাতীয় দল নির্বাচকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। ১৯৭৬-৭৭ মৌসুমে পাকিস্তান দলের ব্যবস্থাপক হিসেবে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ গমন করেন।[১]
ব্যক্তিগত জীবন
সম্পাদনাপাকিস্তান সেনাবাহিনীতে ২৬ বছর চাকরি করেছেন। ১৯৭৮ সালে লেফট্যানেন্ট কর্নেল পদবী ধারনপূর্বক অবসর গ্রহণ করেন। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে আটক হন ও যুদ্ধবন্দী অবস্থায় ১৮ মাস ভারতে থাকেন।[২][৩]
পাকিস্তান ক্রিকেটের ইতিহাস বিষয়ক দুইটি গ্রন্থ প্রকাশ করেছেন। ১৯৯৬ সালে ‘ফ্রম বেবস অব ক্রিকেট টু ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স’ ও ২০০৩ সালে মোহাম্মদ সেলিম পারভেজের সাথে যৌথভাবে ‘দ্য চেকার্ড হিস্ট্রি অব পাকিস্তান’ ক্রিকেট রচনা করেন।[৪] ৭ ফেব্রুয়ারি, ২০০৬ তারিখে ৭৫ বছর বয়সে ইংল্যান্ডের লন্ডন এলাকায় শুজাউদ্দিন বাটের দেহাবসান ঘটে।[৫]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Wisden 2007, p. 1572.
- ↑ Peter Oborne, Wounded Tiger: The History of Cricket in Pakistan, Simon & Schuster, London, 2014, p. 25.
- ↑ "Curtly's original demolition job"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১০ এপ্রিল ২০১৮।
- ↑ Oborne, p. 562.
- ↑ "Shujauddin a gutsy cricketer"। Dawn। Pakistan। ৯ ফেব্রুয়ারি ২০০৬। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০১৯।
আরও দেখুন
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনা- ইএসপিএনক্রিকইনফোতে শুজাউদ্দিন বাট (ইংরেজি)
- ক্রিকেটআর্কাইভে শুজাউদ্দিন বাট (সদস্যতা প্রয়োজনীয়) (ইংরেজি)