শুক্র গ্রহের রূপরেখা
শুক্র গ্রহের রূপরেখা হলো শুক্র গ্রহের একটি সামগ্রিক এবং প্রাসঙ্গিক বিষয়াবলীর নির্দেশিকা।
শুক্র গ্রহ সূর্য থেকে দূরত্বের দিক দিয়ে সৌরজগতের দ্বিতীয় গ্রহ। এই পার্থিব গ্রহটিকে অনেক সময় পৃথিবীর "বোন গ্রহ" বলে আখ্যায়িত করা হয়; কারণ পৃথিবী এবং শুক্রের মধ্যে গাঠনিক উপাদান এবং আচার-আচরণে ঘনিষ্ট মিল রয়েছে। এই গ্রহটি যখন সকাল বেলায় পৃথিবীর আকাশে উদিত হয় তখন একে লুসিফার বা শয়তান নামেও ডাকা হয়ে থাকে। বাংলায় সকালের আকাশে একে শুকতারা এবং সন্ধ্যার আকাশে একে সন্ধ্যাতারা বলে ডাকা হয়ে থাকে। এর কোনও প্রাকৃতিক উপগ্রহ নেই।
শুক্র প্রতি ২২৪.৭ পৃথিবী দিনে সূর্যকে প্রদক্ষিণ করে। এর রয়েছে সৌরজগতের যেকোনো গ্রহের মধ্যে দীর্ঘতম ঘূর্ণন সময়কাল (২৪৩ দিন) এবং অন্যান্য বেশিরভাগ গ্রহের বিপরীত দিকে এর এই ঘূর্ণন। এর নামকরণ করা হয়েছে প্রেম ও সৌন্দর্যের রোমান দেবী ভেনাসের নামে। এটি চাঁদের পরে রাতের আকাশে দ্বিতীয় উজ্জ্বল প্রাকৃতিক বস্তু, যা −৪.৬ এর আপাত মাত্রায় পৌঁছে, ছায়া ফেলার জন্য যথেষ্ট উজ্জ্বল। এই গ্রহের পৃষ্ঠে বায়ুমণ্ডলীয় চাপ পৃথিবীর তুলনায় ৯২ গুণ বা মোটামুটিভাবে পৃথিবীতে পানির ৯০০ মি (৩,০০০ ফু) নিচে যা পাওয়া যায়।
শুক্র গ্রহের শ্রেণিকরণ
সম্পাদনাশুক্র গ্রহের ইতিহাস
সম্পাদনাশুক্র গ্রহে অনুসন্ধান
সম্পাদনাশুক্র গ্রহ অন্বেষণে পার্শ্ব-পরিক্রমণ এবং সরাসরি অভিযানসমূহ
সম্পাদনাজনপ্রিয় সংস্কৃতিতে শুক্র গ্রহ
সম্পাদনাআরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনা- Venus profile at NASA's Solar System Exploration site
- Missions to Venus and Image catalog at the National Space Science Data Center
- Soviet Exploration of Venus and Image catalog at Mentallandscape.com
- Venus page at The Nine Planets
- Transits of Venus at NASA.gov
- Geody Venus, a search engine for surface features
- মানচিত্রাঙ্কন বিষয়ক উপাদানসমূহ