শী কেইম টু স্টেই (ফরাসি: L'Invitée, ল'এঁভিতে, [সে থাকতে এসেছিল] ত্রুটি: {{Lang-xx}}: text has italic markup (সাহায্য)) সিমোন দ্য বোভোয়ার রচিত একটি ফরাসী উপন্যাস যেটি ১৯৪৩ সালে প্রকাশিত হয়। এই উপন্যাসটি সিমোনের ও জঁ-পল সার্ত্র্‌ এর সঙ্গে ওলগা কোসাকিওইজ এবং ওয়ান্ডা কোসাকিওইজ এর সম্পর্কের চিত্রায়ন।[]

১ম ইউকে সংস্করণ, ১৯৪৯

কাহিনীখণ্ড

সম্পাদনা

দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময় ফ্রাঁসোয়া নামের এক নারী পিয়ারে নামক এক পুরুষের সাথে এক সঙ্গে বসবাস করছেন বিয়ে ছাড়াই, তবে পিয়ারের সঙ্গে ফ্রাঁসোয়ার সম্পর্কে ফাটল ধরে যখন ফ্রাঁসোয়ার বান্ধবী জেভিয়ার তাদের বাসায় বসবাস করা শুরু করে। উপন্যাসটি বিভিন্ন মতবাদ যেমন অস্তিত্ববাদ এর রুপ স্বাধীনতা, ভয়, উদ্বিগ্নতা এবং অপরতা নিয়ে আলোচনা করে।

চরিত্রসমূহ

সম্পাদনা

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Du côté de chez Drouant : Le Goncourt de 1922 à 1949 ফ্রান্স সংস্কৃতির পিয়ের অ্যাসসুলিনে ইস্যু, প্রকাশিত হয়েছে ৩রা আগস্ট, ২০১৩।